promotional_ad

মুস্তাফিজের সমালোচকদের মাশরাফির বার্তা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বল হাতে সেরা ছন্দে নেই মুস্তাফিজুর রহমান। তাঁর এই দুর্দিনে কোচ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারাও দুয়ো দিতে ছাড়ছেন না। তাদের এমন কর্মকান্ডেই হতাশ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


শুক্রবার (১০ জানুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, মুস্তাফিজের অর্ধেকও বাংলাদেশে কেউ নেই। তাই সমালোচনা না করে মুস্তাফিজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। মুস্তাফিজের পারফরম্যান্স দেখাতে গিয়ে বিশ্বকাপে ২১ নেয়ার উদাহরণ টেনে এনেছেন তিনি।


promotional_ad

মাশরাফি বলেছেন, 'আমার যদি মুস্তাফিজের অর্ধেকও থাকে বাংলাদেশে ফাইন, আমাকে একটা হাফ অফ মুস্তাফিজ দেখান বাংলাদেশে। থাকলে আপনি দেখেন আমাকে। সেটা নাই, তো আমরা যারা মুস্তাফিজকে তৈরি করতে চাচ্ছি... মুস্তাফিজ বিশ্বকাপে ২১ উইকেট নিয়ে এসেছে হয়তোবা ইকোনোমি রেট, অনেক কিছু থাকতে পারে। এখন এ জিনিসটা ঠিক করবো কীভাবে? ঠিক করাতো একটা উপায় আছে।'


মাশরাফি মনে করেন মুস্তাফিজকে নিয়ে যারা কাজ করছেন তারাও সাংবাদিকদের ভাষায় কথা বলছেন, সমালোচনা করছেন। এটা মেনে নিতে পারছেন না তিনি। যারা সমালোচনা করছেন তারাই পরের দিন মুস্তাফিজকে নিয়ে কাজ করছেন। এমনটা হলে মুস্তাফিজ কিভাবে নিজের দুর্বলতার কথা ভাগ করে নেবেন? এটাই প্রশ্ন রেখেছেন মাশরাফি। তাই খেলোয়াড়দের সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছেন, 'আমাদের দেশে মুস্তাফিজকে নিয়ে যারা কাজ করছে তারাও আপনাদের ভাষায় কথা বলছে, বাইরের মানুষ যেটা বলছে  সেভাবেই কথা বলছে। তো নিজস্ব চিন্তা ভাবনা কই আমি মুস্তাফিজকে ঠিক করবো? মুস্তাফিজকে নিয়ে সমালোচনা করে পরের দিন তাকে নিয়ে আবার আমি মাঠে কাজ করতে যাচ্ছি।  তো মুস্তাফিজ কি মানুষ না? সে তার যে চিন্তা ভাবনা সে আপনার কাছে কীভাবে শেয়ার করবে? কারণ আপনি ২৪ ঘন্টা আগে মুস্তাফিজকে নিয়ে সমালোচনা করে আসছেন।'


ভালো পারফরম্যান্স না করলে দর্শক-সাংবাদিকরা সমালোচনা করবেন, এটাকে স্বাভাবিক ভাবেই নিচ্ছেন মাশরাফি। তবে খেলোয়াড়দের সংশ্লিষ্টদের সমালোচনা মানায় না বলেই মনে করেন তিনি। এমনটা হলে কিছু দোষ তাদের ঘাড়েও পড়তে পারে বলে মনে করেন মাশরাফি।


তিনি বলেছেন, 'আপনি এনালাইসিস করছেন এটা ঠিক আছে কারণ আপনাদের কাজই এটা আমি সবসময় যেটা মনে করি। দর্শকরাও সেভাবে দেখবেন কারণ তারা আমাদের কাছে ভালো পারফরম্যান্স আশা করে, না হলে সমালোচনা করবে এটা স্বাভাবিক। কিন্তু আমি যখন মুস্তাফিজের সাথে কাজ করছি আমি কিন্তু মুস্তাফিজের একটা অংশ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball