promotional_ad

দলে থাকলে পাকিস্তান যেতেন মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ দল পাকিস্তান সফর নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। যদিও অনেক ক্রিকেটার ইতোমধ্যে জিও চুক্তিতে স্বাক্ষর করেছেন। তবে কয়েকজন ক্রিকেটার পাকিস্তানের মাটিতে খেলতে যেতে চাইছেন না। 


বাংলাদেশ দলের ওয়ানডে দলপতি শুক্রবার পাকিস্তান সফরে যাওয়া না যাওয়া নিয়ে নিজের মতামত জানিয়েছেন। ঢাকা প্লাটুনের হয়ে বিপিএলে সংবাদ সম্মেলনে এসে বলেছেন, সুযোগ থাকলে তিনি পাকিস্তান সফরে জেতেন।



promotional_ad

নিজে যেতে চাইলেও বাকিদের সিদ্ধান্তকেও সম্মান করছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি। এছাড়া খেলার চেয়ে জীবনকে সবার আগে রাখার ওপরেও গুরুত্ব দিয়েছেন ডানহাতি এই পেস বোলার। 


মাশরাফি বলেন, `ট বি হনেস্ট। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি যেতাম। আমি এটা নিয়ে পরিবারের সঙ্গে কথা বলতাম। আমি জানি না আমার পরিবার কি বলত। আমাকে নিয়ে এটা প্রথম আলোচনা হচ্ছে। আপনি যদি শুধু যাওয়ার কথা বলতেন তাহলে আমি যেতাম। হয়তো বা।' 


`আমার পরিবার কী বলে এটার উপরে অনেক কিছু নির্ভর করে। আর আবারো বলছি এই প্রশ্নের উত্তর এটা হবে না যে যারা যেতে চাইবে না বা আমি জানি না কী হয়। কারণ খেলার চেয়ে জীবন অবশ্যই সবকিছুর আগে। ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ। যে যেভাবে সিদ্ধান্ত নেবে। সম্মানের সঙ্গে বলছি, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ঠিক আছে।'



১২ জানুয়ারির অনুষ্ঠিত হবে বিসিবির বোর্ড সভা। সেখানেই পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। অর্থাৎ, সেদিনই জানা যাবে সিদ্ধান্ত। জানুয়ারির তৃতীয় সপ্তাহে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। এই সফরে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। 


যদিও বিসিবি চাইছে শুরুতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে। নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজটি পরে খেলার জন্য পিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে পিসিবি এই প্রস্তাবে রাজি নয়। পুরো সিরিজ একসঙ্গে আয়োজন করতে চায় পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball