আমাকে সবাই অবসরে পাঠিয়ে দিয়েছেঃ মাশরাফি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি গায়ে খেলা হয়নি মাশরাফি বিন মুর্তজার। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটেও দেখা যায়নি বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ককে।
সবাই তাঁর অবসর নিয়ে জল্পনা-কল্পনা করছেন। এবার নিজের অবসর ভাবনা নিয়ে মুখ খুলেছেন মাশরাফি নিজেই। তিনি জানিয়েছেন, মাঠ থেকে অবসর নেয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। আক্ষেপের সুরে তিনি বলেছেন, অবসরের আগেই তাঁকে সবাই অবসরে পাঠিয়ে দিয়েছে।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, 'অবসরের কথা যেটা বললেন আমার জায়গা থেকে আপনি বলতে পারেন, আমাকে সবাই অবসরে পাঠিয়ে দিয়েছে। আমি নিজেও হয়তোবা ঐ জায়গায় অবস্থান করছি।'
বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের অধিনায়কত্ব করছেন মাশরাফি। এখনও খেলাটা উপভোগ করছেন বলেই জানিয়েছেন মাশরাফি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি মনে করে মাশরাফির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, তবে অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাববেন বলে জানিয়েছেন এই দেশসেরা অধিনায়ক।
মাশরাফির ভাষ্যমতে, 'আমি শুধু যেটা খেলছি, সেটাকেই উপভোগ করছি। মাঠ থেকে অবসর নেব কি নেব না সেটা এখনো সিদ্ধান্ত নেইনি। যদি ওরকম কিছু মনে হয়, ক্রিকেট বোর্ড যদি মনে করে তাহলে চিন্তাভাবনা করবো।'
ইতোমধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাশরাফি। ২০১১ সালের পর টেস্ট খেলা হয়নি তাঁর। ফলে ওয়ানডেতেই জাতীয় দলের হয়ে খেলছেন এই চৌকশ অধিনায়ক। মাশরাফিকে ছাড়াও শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলেছে টাইগাররা। ঐ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।