দলে জায়গা পাওয়া নিয়ে সন্দিহান মাশরাফি

ছবি:

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে দল হিসেবে ভালো করতে পারেনি বাংলাদেশ। ৮ ম্যাচে ৩টিতে জিতে দেশে ফেরে মাশরাফি বিন মর্তুজার দল। দলের পাশাপাশি অধিনায়ক নিজেও পারফর্ম করতে পারেননি। ৮ ম্যাচে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। বিশ্বকাপে এমন পারফর্ম করার পর ওয়ানডে স্কোয়াডে জায়গা পাওয়ার ব্যাপারে আশা করেন না ওয়ানডে দলপতি।
ওয়ানডে দলে জায়গা পাওয়া বা না পাওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্বাচকদের ওপর ছেঁড়ে দিয়েছেন মাশরাফি। বিশ্বকাপের এমন পারফরম্যান্স করার পর তার জায়গায় অন্য কেউ থাকলে আরও আগেই বাদ পড়তো বলে জানান ওয়ানডে দলপতি।
তাই এই পারফরম্যান্সের পর ওয়ানডে দলে ফের সুযোগ পাওয়ার কথা বলতে চাইছেন না ডানহাতি এই পেসার। শুক্রবার ঢাকা প্লাটুনের এই অধিনায়ক সংবাদ সম্মেলনে এসে বলেন, `৮ ম্যাচে ১ উইকেট পাওয়ার পর আমি আশা করি না যে আমাকে স্কোয়াডে নেয়া হবে। সত্যি বলছি।'

`এটা নির্বাচকদের ব্যাপার। নির্বাচকরা যদি মনে করে আমাকে সুযোগ দেবে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করবো। কিন্তু এই মুহূর্তে ৮ ম্যাচে ১ উইকেট পেয়ে আপনাদের সামনে কিভাবে বলি যে আমি জাতীয় দলে সুযোগ পাবো। আমার জায়গায় অন্য কেউ হলে তো আরও আগে বাদ পড়ত।'
বিশ্বকাপের পর শ্রীলংকা সিরিজে খেলার কথা ছিল মাশরাফির। কিন্তু চোটের কারণে সেই সিরিজে যাওয়া হয়নি ডানহাতি এই পেসারের। লম্বা সময় ধরে আছেন মাঠের বাইরে। তাই তখন যে সুযোগ এসেছিলো এটা সামনে নাও আসতে পারে মনে মন্তব্য করেছেন ওয়ানডে দলপতি।
নির্বাচকরা যদি সুযোগ দেন তাহলে অবশ্যই দেশের জন্য কলার উঁচু করেই মাঠে নামবেন মাশরাফি। যদিও নির্বাচকদের পরিকল্পনা সম্পর্কে অবগত নন তিনি। বর্তমানে যে সব খেলার মাঝে আছেন সেগুলোকে উপভোগ করছেন বলেও জানিয়েছেন ঢাকা প্লাটুনের এই অধিনায়ক।
মাশরাফি আরও বলেন, `শ্রীলংকা সিরিজে ছিলাম হয়তো আমার ফিরে আসার একটা সুযোগ ছিলো। তারপরে আবার একটা বিরতি এসেছে। ওই সিরিজে সাকিবও ছিল না। তো সব কিছু মিলেছিলো। হয়তোবা একটা সুযোগ আমার এসেছিলো। এরপরে তো খেলার ভিতর আমি নেই। আমি তো জানি না নির্বাচকদের কি চিন্তা ভাবনা আছে। আমার সাথে আলোচনা হয়নি।'
`এরপরেও তো খেলোয়াড়দের সঙ্গে আলোচনা হয়েছে। আমার সঙ্গে কারও কোনো কথা হয়নি। এমি এরপরে একপক্ষ থেকে কিভাবে বলবো। একজন খেলোয়াড় হিসেবে যেভাবে চিন্তা করা উচিৎ আমি সেভাবেই করছি। খেলছি। উপভোগ করছি। যদি ওয়ানডে আসে আর উনারা মনে করে আমার খেলা উচিৎ। অবশ্যই আমি আছি। দিন শেষে আমার কাছে ক্রিকেটটাই সব।'