promotional_ad

গালাগাল করে শাস্তি পেলেন বাটলার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডারকে গালাগালি করায় শাস্তির মুখে পড়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। 


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টের পঞ্চম দিন ফিল্যান্ডারকে লক্ষ্য করে অশ্লীল শব্দ ছুঁড়ে দেন বাটলার। যা স্পষ্ট শোনা যায় স্টাম্প মাইকে। দিনের ১৯.৪ ওভার খেলা বাকি থাকার সময় ফিল্যান্ডারকে উদ্দেশ্য করে বাটলার বলেন,  ‘সরে দাঁড়াও সামনে থেকে, মাথামোটা!’



promotional_ad

সেখানেই অবশ্য ক্ষান্ত দেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ফিল্যান্ডারকে ক্রমাগত তিরস্কার করতেও দেখা গেছে তাঁকে। এর ফলে বাটলারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 


সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে কেপ টাউন টেস্ট খেলতে নামে ইংল্যান্ড। জিততে মরিয়া ছিল ইংল্যান্ড, অন্যদিকে কোনো মতে ম্যাচ ড্র করাই একমাত্র লক্ষ্য ছিল স্বাগতিকদের। অপরদিকে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র তিন উইকেট। 


এমন পরিস্থিতিতে বল দ্রুত বোলারের কাছে থ্রো করতে গিয়ে উইকেটে থাকা ফিল্যান্ডারের জন্য বাধাপ্রাপ্ত হন বাটলার। এরপরেই মুখ খারাপ করেন তিনি। ম্যাচটি শেষ পর্যন্ত ১৮৯ রানে ইংল্যান্ড জিতলেও শাস্তি এড়াতে পারলেন না ২৯ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball