পাকিস্তান সফর ইস্যুতে সরকারি আদেশে ক্রিকেটারদের স্বাক্ষর

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ধোঁয়াশা কাটতে শুরু করেছে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। মমিনুল হক-তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেটার জিও (গভর্নমেন্ট অর্ডার) বা সরকারি আদেশে স্বাক্ষর করেছেন। তবে মুশফিকুর রহিম স্বাক্ষর করেননি।
জাতীয় দলের যেকোনো সফরের আগে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ হচ্ছে জিও (গভর্নমেন্ট অর্ডার)। পাকিস্তান সিরিজের আগেও ক্রিকেটাররা এই নির্দেশিকায় স্বাক্ষর করেছেন।

এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন বলেন, ‘আমরা খেলোয়াড়দের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তাদের সামনে পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ভিন্ন ভিন্ন মতামত এসেছে আমাদের কাছে। পাকিস্তান সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।’
পাকিস্তান সফর নিয়ে কয়েক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তবে সেখানে কী সিদ্ধান্ত হয়েছে, সেটা জানা যায়নি।
১২ জানুয়ারির অনুষ্ঠিত হবে বিসিবির বোর্ড সভা। সেখানেই পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। অর্থাৎ, সেদিনই জানা যাবে সিদ্ধান্ত।
জানুয়ারির তৃতীয় সপ্তাহে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। এই সফরে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদিও বিসিবি চাইছে শুরুতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে। নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজটি পরে খেলার জন্য পিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে পিসিবি এই প্রস্তাবে রাজি নয়। পুরো সিরিজ একসঙ্গে আয়োজন করতে চায় পাকিস্তান।