খেলতে এসেছি, পার্টি করতে নয়ঃ ফ্লেচার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ত ||
সোমবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মাদ সালাউদ্দিন। তবে সিলেটের অধিনায়ক আন্দ্রে ফ্লেচার সূচিতে কোনো সমস্যা খুঁজে পাননি। ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান জানিয়েছেন, বিপিএলে খেলতে এসেছে সবাই, পার্টি করতে নয়।
বিপিএলের সূচিতে এবার বিরতি কম। প্রায় প্রতিদিনই ম্যাচ থাকছে। অনেক দল আবার টানা দুই দিন খেলে ফেলছে। যে কারণে অনেকেই সূচি নিয়ে খুশি নন।
আন্দ্রে ফ্লেচারের চিন্তা-ভাবনা অবশ্য এই দিক থেকে ভিন্ন। ডানহাতি এই ব্যাটসম্যান মনে করেন, পেশাদার ক্রিকেটারের কাছে পর পর দুটি বা তিনটি ম্যাচ খেলা কোনো ব্যাপার না।

ফ্লেচার বলেন, ‘এটা পেশাদার ক্রিকেট। এখানে পর পর তিনটি ম্যাচ বা দুটি ম্যাচে থাকলে আমি কোনো সমস্যা দেখছি না। এটা কোনো বিষয়ই না আসলে।’
‘আমরা এখানে খেলতে এসেছি, পার্টি করতে নয়। ওই যে আমি আগেও বললাম, এগুলো কোনো ব্যাপার না। সূচি একদম ঠিক আছে আমি মনে করি।’ সিলেটের অধিনায়ক আরও যোগ করেন।
সোমবার ঢাকা প্লাটুনের অনুশীলন শেষে কোচ মোহাম্মাদ সালাউদ্দিন বিপিএলের সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সূচি আরেকটু ভালো হতে পারতো বলে মনে করেন তিনি। খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের কথা ভেবেই তিনি এই মন্তব্য করেছেন।
সালাউদ্দিনের ভাষায়, ‘আমার মনে হয় সূচি আরেকটু ভালো হতে পারতো। প্রথম তিন দিনে আমরা তিনটি ম্যাচ খেলেছি। এটা আসলে বেশ কঠিন হয়ে যায় খেলোয়াড়দের জন্য। টি-টোয়েন্টিতে অনেক বেশি চাপের ম্যাচ এগুলো।
‘এখানে যদি ক্রিকেটাররা বিশ্রাম পেতো তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। শেষের দিকে এসেও কিন্তু আমাদের চারদিনে তিনটি ম্যাচ খেলতে হবে। তাই সূচিটা আরেকটু ভালো হলে সবার সুবিধা হতো।’