গেইলের উপস্থিতি প্রতিপক্ষকে চাপে ফেলবেঃ সোহান

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে সোমবার (৬ জানুয়ারি) ঢাকায় এসেছেন ক্রিস গেইল। চলতি বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব।
গেইলের উপস্থিতি প্রতিপক্ষ দলগুলোর উপর বাড়তি চাপ ফেলবে বলে মনে করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। গেইলের উপস্থিতি তাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেও বিশ্বাস সোহানের।

এ প্রসঙ্গে সোহান বলেন, ‘বিপিএলে তাঁর অতীত রেকর্ড অনেক ভালো। আমরা সবাই জানি ও যেদিন খেলে, দলের উপর অন্যরকম একটা প্রভাব পড়ে অন্য টিমের জন্য। আমাদের জন্য অবশ্যই ভালো দিক সে ঢাকায় এসে পৌঁছেছে।’
গেইলকে নিয়েই মঙ্গলবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর আগামী ১১ জানুয়ারি একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে দলটি। প্লে অফের আগে গেইলকে উড়িয়ে এনে নিজেদের শক্তি আরও বৃদ্ধি করেছে চট্টগ্রাম।
বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম বিদেশি ব্যাটসম্যান গেইল। ৩৮ ইনিংসে ৪১.৮১ গড়ে ১ হাজার ৩৩৮ রান করেছেন তিনি। বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। এ ছাড়া বিপিএলের প্রথম সেঞ্চুরিটিও আসে তাঁর ব্যাট থেকে।