এক মাস আগেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছর মার্চে বাংলাদেশ সফরে আসার কথা জিম্বাবুয়ের। কিন্তু নির্ধারিত সূচির এক মাস আগে (ফেবরুয়ারি) সিরিজটি আয়োজন করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম জানিয়েছেন, জিম্বাবুয়ের বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা চলছে বিসিবির।
বিসিবির একটি সূত্র থেকে জানা গিয়েছে, ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসতে পারে জিম্বাবুয়ে। সিরিজ এগিয়ে আনার বিষয়ে আকরাম খান বলেন, ‘আমাদের আলোচনা চলছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে। আশা করছি দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী মার্চে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশ নিয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনায় আছে বিসিবি। মূলত এ কারণেই সিরিজটি এগিয়ে আনার ব্যাপারে আলোচনা দলছে দুই বোর্ডের মাঝে।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট দলের আগামী ফেব্রুয়ারিতে আসার কথা। এখনও তারিখ চূড়ান্ত হয়নি। দ্রুতই হয়ে যাবে বলে আশা করছি।’
জিম্বাবুয়ে সিরিজ এগিয়ে আনার ব্যাপারে আলোচনা চললেও এখনও ধোঁয়াশা রয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। সিরিজটি শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা সেটাও পরিষ্কার নয়।
পাকিস্তানের মাটিতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজ আপাতত খেলতে চাইছে না বিসিবি। যে কারণে বিসিবির চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে হোক টেস্ট সিরিজটি। পাকিস্তান এমন প্রস্তাব না মানায় সফরের ভাগ্য এখন ঝুলন্ত অবস্থায় আছে।
জানুয়ারির শেষের দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান সফরে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা তামিম-মুশফিকদের।