অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
সিডনিতে নিউজিল্যান্ডকে ২৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই টেস্টে হারানোর মাধ্যমে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াটওয়াশ করেছে অস্ট্রেলিয়া।
আগের দিন ২৪৩ রানের বড় লিড নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের চতুর্থ দিন ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি এবং জো বার্নস-মারনাস ল্যাবুশেনদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ২১৭ রান করে ইনিংস ঘোষণা করে অজিরা।

নয়টি চারে ১১১ রান করে অপরাজিত থাকেন ওয়ার্নার। আরেক ওপেনার বার্নসের ব্যাটে আসে ৪০ রান। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা ল্যাবুশেন দ্বিতীয় ইনিংসে করেন ৫৯ রান। ম্যাট হেনরির বলে ল্যাবুশেন ফেরার পর ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪১৬ রান। জবাবে অজি বোলারদের সম্মিলিত আক্রমণের সামনে মাত্র ১৩৬ রানে অলআউট হয় কিউইরা। সর্বোচ্চ ৫২ রান করেন কলিন ডি গ্র্যান্ডহোম।
অজি বোলারদের মধ্যে নাথান লায়ন পাঁচটি উইকেট নেন। মিচেল স্টার্ক শিকার করেন তিনটি উইকেট। প্যাট কামিন্স নেন এক উইকেট। প্রথম ইনিংসে ল্যাবুশেনের ২১৫ রানের সুবাদে অস্ট্রেলিয়া করে ৪৫৪ রান। জবাবে ২৫৬ রান করে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ১৫০.১ ওভারে ৪৫৪/১০, (ল্যাবুশেন ২১৫; ওয়েগনার ৩/৬৬)।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ৯৫.৪ ওভারে ২৫৬/১০, (ফিলিপস ৫২; লায়ন ৫/৬৮)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসঃ ৫২ ওভারে ২১৭/২ (ইনিংস ঘোষণা), (ওয়ার্নার ১১১*, ল্যাবুশেন ৫৯; অ্যাস্টল ১/৪১)।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ৪৭.৫ ওভারে ১৩৬/১০ (লক্ষ্য ৪১৬ রান), (গ্র্যান্ডহোম ৫২; লায়ন ৫/৫০)।