কুমিল্লা শিবিরে ফিরছেন মালান

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসরের মাঝপথে দেশে ফিরে যান ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান। স্ত্রীর অসুস্থতার কারণে আসরের মাঝপথে ইংল্যান্ডে ফিরে যাওয়া মালান আবারও বিপিএলে ফিরছেন।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এই সংবাদ দিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স ম্যানেজমেন্ট। ৭ জানুয়ারি সিলেট থান্ডারের মুখোমুখি হবে কুমিল্লা। সেই ম্যাচে খেলবেন মালান।

চলমান বিপিএলে এখন পর্যন্ত আট ইনিংসে ব্যাটিং করেছেন মালান। যেখানে ৬২.৮৩ গড়ে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিসহ ৩৭৭ রান করেছেন তিনি। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন মালান।
আসরের শুরুতে কুমিল্লার নেতৃত্ব দেন লঙ্কান ক্রিকেটার দাসুন শানাকা। জাতীয় দলের দায়িত্ব পালন করতে শানাকা ফিরে গেলে দলটির অধিনায়কত্ব পান মালান।
মালান ফিরে যাওয়ায় দলটির অধিনায়কত্ব করেন সৌম্য সরকার। আসরে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছে কুমিল্লা। চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে তারা।