promotional_ad

বিপিএল মাতাতে আসছেন গেইল

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিস গেইলের অংশগ্রহণ নিয়ে অনেক নাটক হয়েছে। তবে বিপিএল শুরু আগেই জানা গেছে, টুর্নামেন্টের শেষের অংশে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। 


ইতোমধ্যে চট্টগ্রাম প্লে অফে খেলা নিশ্চিত করেছে। সেই সঙ্গে গেইলও খেলতে আসছেন। সোমবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একটি সূত্র। গেইলকে নিয়ে পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে থাকার লড়াইয়ে নামবে চট্টগ্রাম।  



promotional_ad

আগামী মঙ্গলবার পরবর্তী ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচ দিয়েই বিপিএল শুরুর কথা রয়েছে ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় গেইলের।


বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে প্রথম ডাকেই গেইলকে দলে ভেড়ায় চট্টগ্রাম। এরপর গেইল এক সাক্ষাৎকারে জানান, বিপিএল ড্রাফটে কীভাবে তাঁর নাম এলো সেটা তিনি জানেন না। এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানায়, গেইল না খেলতে চাইলে আইনি লড়াইয়ে যাবে তারা।


এরপর দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। গেইল জানান, বিপিএলের শেষ ভাগে তিনি খেলতে আসবেন। সেই শর্ত মেনেই এবার বাংলাদেশে আসছেন তিনি। সিলেট পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।



সোমবার (৬ জানুয়ারি) দুপুর ৩টা থেকে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করবে দলটি। সব কিছু ঠিক থাকলে এদিনই দলের সঙ্গে যোগ দেবেন গেইল। বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম বিদেশি ব্যাটসম্যান গেইল।


৩৮ ইনিংসে ৪১.৮১ গড়ে ১ হাজার ৩৩৮ রান করেছেন তিনি। বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। এ ছাড়া বিপিএলের প্রথম সেঞ্চুরিটিও আসে তাঁর ব্যাট থেকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball