promotional_ad

গালমন্দ করে জরিমানার কবলে স্টয়নিস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বিগ ব্যাশ লিগে (বিবিএল) জাতীয় দলের সতীর্থ কেন রিচার্ডসনকে গালমন্দ করে জরিমানার কবলে পড়েছেন মার্কাস স্টয়নিস। অস্ট্রেলিয়া দলে একসঙ্গে খেললেও বিগব্যাশে স্টয়নিস খেলছেন মেলবোর্ন স্টার্সের হয়ে আর রিচার্ডসন মাঠ মাতাচ্ছেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে।


শনিবার (৪ জানুয়ারি) মেলবোর্ন রেনেগেডসের মুখোমুখি হয় মেলবোর্ন স্টার্স। এই ম্যাচেই রিচার্ডসনের সঙ্গে বাজে ব্যবহার করেন স্টয়নিস। ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাঁকে ৭ হাজার ৫০০ ডলার জরিমানা করেছে। 



promotional_ad

রেনেগেডসের বিপক্ষে মেলবোর্ন স্টার্সকে জেতানোর নায়ক ছিলেন স্টয়নিস। তিনি ৫৫ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। ৮ উইকেটে জেতা ম্যাচে বিতর্কিত এই কাণ্ড ঘটিয়েছেন অজি এই অলরাউন্ডার।


অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, কেন রিচার্ডসনকে সমকামিতা নিয়ে আক্রমণ করেছেন স্টয়নিস! ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্টয়নিস লেভেল-টু বিধি ভঙ্গ করেছেন। তাঁর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এনেছেন ম্যাচের দুই আম্পায়ার জেরার্ড অ্যাবুড ও ফিলিপ গিলেস্পি।


নিজের ভুল বুঝতে পেরে অবশ্য ক্ষমা চেয়েছেন স্টয়নিস। তিনি বলেছেন, ‘আসলে ঘটনার আকস্মিকতায় এমনটি হয়েছে এবং একটু বেশিই করে ফেলেছি আমি। পরে আমার ভুল বুঝতে পেরেছি এবং আমি কেন ও আম্পায়ারদের কাছে ক্ষমাও চেয়েছি।’



শাস্তি মেনে নিয়ে স্টয়নিস আরও বলেন, ‘আমি ভুল করেছি, আমার নিজের কৃতকর্মের সব দায়ও আমার। এখানে নির্দিষ্ট কারণেই মান বজায় রাখা হয়। আমি এই শাস্তি মেনে নিয়েছি।’ স্টয়নিস শাস্তি মেনে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি। 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball