বিশাল অংকের ক্ষতিপূরণ দাবি হাথুরুসিংহের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) কাছে বিশাল অংকের ক্ষতিপূরণ দাবি করেছেন দান্দিকা হাথুরুসিংহে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেয়া হয় হাথুরুসিংহেকে। এ জন্য ৫ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ৪২ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়েছেন বাংলাদেশের সাবেক এই কোচ।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ড সেক্রেটারি মোহান ডি সিলভা এএফপিকে বলেন, ‘সে (চান্দিকা হাথুরুসিংহে) আমাদের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেছে। সে একটি চিঠির মাধ্যমে এটি জানিয়েছে।’

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সানডে আইল্যান্ড তাদের খবরে বলছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার ১৮ মাস আগে বাদ দেয়া হয় হাথুরুসিংহেকে। তবে লঙ্কান বোর্ড ৬ মাসের বেতন দিতে চেয়েছিল তাকে। যদিও চুক্তি অনুযায়ী হাথুরুসিংহের বেতন ছিল ৬০ হাজার ডলার। কিন্তু এই অর্থ নিতে অস্বীকৃতি জানান হাথুরুসিংহে।
উল্টো পুরো চুক্তির বেতন দাবি করেন বাংলাদেশের সাবেক এই কোচ। সে হিসেবে ১.৮ মিলিয়ন ডলার পাওয়ার কথা তাঁর। কিন্তু বোর্ডের কাছে ৫০ লাখ ডলার দাবি করে চিঠি পাঠিয়েছেন হাথুরুসিংহে।
মাসিক ৪০ হাজার ডলার ও অন্যান্য সুবিধাসহ মোট ৬০ হাজার ডলারে ২০১৭ সালে হাথুরুসিংহেকে নিয়োগ দেয় শ্রীলঙ্কা ক্রিকেট। ২০২০ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল হাথুরুসিংহের।
হাথুরুসিংহেকে সরিয়ে মিকি আর্থারকে প্রধান কোচের দায়িত্ব তুলে দেয় শ্রীলংকা। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় গ্র্যান্ট ফ্লাওয়ারকে। এ ছাড়া বোলিং কোচের পদে অস্ট্রেলিয়ান ডেভিড সকার ও ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডারমটকে নিয়োগ দেয় শ্রীলঙ্কা ক্রিকেট।