promotional_ad

জিতলেও লক্ষ্য পূরণ হয়নি রাজশাহীর!

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিলেট থান্ডারের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে রাজশাহী রয়্যালস। তবু তাদের লক্ষ্য পূরণ হয়নি বলে জানিয়েছেন দলটির অধিনায়ক শোয়েব মালিক।


সিলেট পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ১৫ ওভারের আগেই ম্যাচ জয় নিশ্চিত করতে চেয়েছিল রাজশাহী। কিন্তু ম্যাচটি জিততে লিটন দাস, আফিফ হোসেনদের খেলতে হয় ১৫.১ ওভার। 



promotional_ad

মূলত পয়েন্ট টেবিলে নেট রানরেটে এগিয়ে থাকতে দ্রুত ম্যাচ শেষ করতে চেয়েছিল রাজশাহী। অবশ্যই এই জয়েও সন্তুষ্ট অধিনায়ক। মালিকের মতে, সব মিলিয়ে টুর্নামেন্ট জুড়ে সঠিক পথে আছে রাজশাহী রয়্যালস।


ম্যাচ শেষের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, 'এটা আমাদের জন্য সন্তুষ্টির। আমাদের লক্ষ্য ছিল ১৫ ওভারের আগে ম্যাচ শেষ করা। কিন্তু পরিকল্পনা অনুযায়ী শেষ করতে পারিনি আমরা।


আমার মনে দল সঠিক পথেই আছে। আমরা ১০টি ম্যাচ খেলেছি, এখানে অনেক ইতিবাচক দিক রয়েছে। আশা করছি সামনের ম্যাচে এগুলো আমাদের কাজে লাগবে।'



সিলেটের বিপক্ষে ম্যাচটি জিতে টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী। ১০ ম্যাচে ৭ জয়ে নিয়ে এখন পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে দলটি।


এর আগে শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় খুলনা টাইগার্সকে হারিয়ে প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু বিপিএলের শেষ চার নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball