গাঙ্গুলির কাছে সাহায্য চাইলেন লতিফ!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ চান পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। এ জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।
২০১২ সালে শেষবারের মতো অনুষ্ঠিত হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। ভারতের মাটিতে আয়োজিত সেই সিরিজ জেতে স্বাগতিকরা। এরপর দুই বোর্ডের মধ্যে সমঝোতা না হওয়ায় গত ৭ বছরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান।

এই দুই দলের দ্বৈরথ দেখতে এখনও মুখিয়ে আছে ক্রিকেটমোদীরা। দুই দেশের ক্রিকেটের উন্নতির কথা চিন্তা করে হলেও ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলিকে সাহায্য করতে বলেছেন লতিফ।
তিনি বলেন, ‘সাবেক ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে সৌরভই পারে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ ফের শুরু করানোর উদ্যোগ নিতে। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও চেয়ারম্যান এহসান মানিকে সাহায্য করতে পারে সৌরভ। ক্রিকেট বিশ্ব ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে। দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক সিরিজ শুরু না হলে ভারত বা পাকিস্তানের ক্রিকেটের উন্নতি সম্ভব নয়।’
২০০৪ সালে পাকিস্তান সফরে যেতে অনীহা প্রকাশ করে বিসিসিআই। বোর্ডকে বুঝিয়ে দল নিয়ে ভারত সফর করেন সাবেক অধিনায়ক গাঙ্গুলি। সেই সফরে ওয়ানডে এবং টেস্ট দুই সিরিজই জেতে ভারত।
সেই সুখস্মৃতি গাঙ্গুলিকে মনে করিয়ে লতিফ বলেন, ‘২০০৪ সালে বিসিসিআই যখন পাকিস্তান সফরের ব্যাপারে অসম্মত ছিল। তখন সৌরভ সেই স্মরণীয় সফর ইতিবাচক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। যে সফরে বড় জয় পেয়েছিল ভারত।’
এখন পর্যন্ত ভারত-পাকিস্তান ৫৯ টেস্ট, ১৩২ ওয়ানডে এবং ৮ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যেখানে টেস্ট এবং ওয়ানডেতে জয়ের পাল্লা ভারি পাকিস্তানের, টি-টোয়েন্টিতে এগিয়ে আছে ভারত।