আইসিসির প্রস্তাবের বিপক্ষে কোহলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
টেস্ট ক্রিকেটকে আরও জমজমাট করার চেষ্টা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে কারণে টেস্ট ম্যাচ পাঁচ দিনের পরিবর্তে চার দিনে নামিয়ে আনতে চাইছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির এমন ভাবনার পক্ষে নন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
কোহলির বিশ্বাস, টেস্টের আকর্ষণ ফেরাবে দিবা-রাত্রির ম্যাচ। তাই পাঁচ দিনের টেস্ট খেলার পক্ষেই ভোট দিয়েছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘আমার মতে টেস্ট পাঁচ দিনেরই হওয়া উচিত। দিবা-রাত্রি টেস্ট এই ফরম্যাটকে অনেক দূর দিয়ে যাবে এবং আকর্ষণ বাড়াবে।’
‘আমার মনে হয় না ৪ দিনের টেস্ট তেমন বেশি প্রভাবিত করবে মানুষকে। উল্টো গোলাপি বলের টেস্টকে কীভাবে আরও উন্নত করা যায়, সেটা নিয়ে কাজ করা উচিত। টেস্ট ক্রিকেট মানেই পাঁচদিন।’
এখন পর্যন্ত মাত্র দুটি চার দিনের টেস্ট দেখেছে ক্রিকেট বিশ্ব। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের মধ্যে অনুষ্ঠিত হয় চার দিনের টেস্ট। এরপর গত বছর ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড নিজেদের মধ্যে চার দিনের টেস্ট খেলেছে।
২০২৩ সাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার দিনের টেস্ট চালু করার কথা ভাবছে আইসিসি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস আইসিসির প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। তবে অনেকেই এর বিরোধিতাও করেছেন।
২০২৩-২০৩১ সাইকেলে চার দিনের টেস্ট আয়োজন করতে চায় আইসিসি। এর পেছনে মূল কারণ, বিশ্বের বিভিন্ন অঞ্চলে আরও বেশি করে ইভেন্ট আয়োজন করা।