promotional_ad

রানা-রুবেলদের আগুনে বোলিংয়ে বিবর্ণ মুশফিকরা

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বিপিএলের ৩৩তম ম্যাচে দারুণ বোলিং করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্সকে এক বল আগে মাত্র ১২১ রানে অলআউট করে তারা। 


বল হাতে এই ম্যাচেও কারিশমা দেখিয়েছেন চট্টগ্রামের ২৩ বছর বয়সী পেসার মেহেদি হাসান রানা। ৪ ওভার বোলিং করে ২৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। যেখানে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলার উইকেটটিও ছিল।


রানার পাশাপাশি অসাধারণ বোলিং করেন রুবেল হোসেনও। জাতীয় দলের এই তারকা পেসার ১৭ রান খরচায় নেন ৩ উইকেট। এছাড়া কেসরিক উইলিয়ামস ২টি এবং পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমান নেন একটি উইকেট।  



promotional_ad

টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ব্যাট হাতে সর্বোচ্চ রান করতে পেরেছেন খুলনার প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো। ২ ছক্কা এবং ২ চারের সাহায্যে ৪০ বলে ৪৮ রানের ইনিংস খেলেন এই দক্ষিণ আফ্রিকান।  


দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এক ছক্কা এবং ৩ চারের সাহায্যে ২৪ বলে ২৯ রান করেন তিনি। এছাড়া রবি ফ্রাইলিঙ্ক করেন ১৭ রান। 


চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে খুলনা এবং চট্টগ্রাম। এর আগে প্রথম দেখায় চট্টগ্রামকে ৮ উইকেটে হারায় মুশফিকদের খুলনা। এবার সেই হারের বদলা নেয়ার সুযোগ রয়েছে চট্টগ্রামের। আর সেই লক্ষ্যে দারুণ বোলিং পারফরম্যান্স উপহার দিল তারা। 


সংক্ষিপ্ত স্কোরঃ



খুলনা টাইগার্সঃ ১২১/১০ (১৯.৫ ওভার) (রুশো ৪৮, মুশফিক ২৯; রানা ৩/২৯, রুবেল ৩/১৭) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball