promotional_ad

রানার পর রুবেলের আঘাতে ব্যাটিং বিপর্যয়ে খুলনা

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


খুলনা টাইগার্সঃ ২২/৩ (৬ ওভার) (রুশো ৮*, মুশফিক ১*; রানা ২/৮, রুবেল ১/৯) 


রানার পর রুবেলঃ ইনিংসের চার নম্বর ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলে শামসুর রহমানকে ফিরিয়ে দেন চট্টগ্রামের পেসার রুবেল হোসেন। ৩ বলে শূন্য রান করে জুনায়েদ সিদ্দিকির হাতে ক্যাচ দিয়ে আউট হন শামসুর। ফলে দলীয় ১৪ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে খুলনা। 



promotional_ad

রানার দ্বিতীয়ঃ মিরাজকে ফেরানো পর একই ওভারের চতুর্থ বলে হাশিম আমলার উইকেটিও তুলে নেন রানা। দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান মাত্র ৮ রান করে বোল্ড হয়ে ফেরেন। বঙ্গবন্ধু বিপিএলে নিজের প্রথম ম্যাচেই ব্যর্থতার পরিচয় দিলেন তিনি। 


প্রথমেই রানার আঘাতঃ টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে খুলনা টাইগার্স। দলীয় ৮ রানের মাথায় ওপেনার মেহেদি হাসান মিরাজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন পেসার মেহেদি হাসান রানা। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন মিরাজ। 


চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো খুলনা এবং চট্টগ্রাম একে অপরের মুখোমুখি হচ্ছে। প্রথম দেখায় শক্তিশালী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছিল মুশফিকুর রহিমের খুলনা।এবার সেই হারের বদলা নেয়ার সুযোগ রয়েছে চট্টগ্রামের।


দলটির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন বিধায় সিলেট পর্বেও অধিনায়কত্ব করছেন ইমরুল। ৯ ম্যাচ খেলে ৬ জয়ে বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে চট্টগ্রাম। এক ম্যাচ কম খেলে ৫ জয়ে ৪ নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই জয়ের বিকল্প নেই এই ম্যাচে।



চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশঃ  জুনায়েদ সিদ্দিকি, লেন্ডল সিমন্স, ইমরুল কায়েস (অধিনায়ক), চ্যাডউইক ওয়ালটন, আসেলা গুনারত্নে,  নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, নাসুম আহমেদ, মেহেদি হাসান রানা, কেসরিক উইলিয়ামস, জিয়াউর রহমান। 


খুলনা টাইগার্স একাদশঃ মেহেদি হাসান মিরাজ, হাশিম আমলা, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবি ফ্রাইলিঙ্ক, আলাউদ্দিন বাবু, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, আমির ইয়ামিন,  শফিউল ইসলাম। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball