ল্যাবুশেনের ডাবল সেঞ্চুরি, চাপে নিউজিল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে অস্ট্রেলিয়া। মার্নাস ল্যাবুশেনের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে দিন শেষে ৩৯১ রানে এগিয়ে স্বাগতিকরা। বিনা উইকেটে ৬৩ রান নিয়ে খেলা শেষ করেছে কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে টম লাথাম ২৬ এবং টম ব্লান্ডেল ৩৪ রানে অপরাজিত আছেন।
দ্বিতীয় দিন ৩ উইকেটে ২৮৩ রান নিয়ে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। তবে দিনের প্রথম ওভারেই ম্যাথিউ ওয়েডকে হারিয়ে বসে স্বাগতিকরা। টম সমারভিলের বলে ২২ রানে বোল্ড হন এই ব্যাটসম্যান।
অপরাজিত সেঞ্চুরিয়ান ল্যাবুশেন এবং ট্রাভিস হেড মিলে দলকে ৩০০'র ওপর নিয়ে যান। কিন্তু ১০ রান করে ম্যাট হেনরির বলে বিজে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দিয়ে বসেন হেড। অধিনায়ক টিম পেইনকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত দেড়শ পুরণ করেন ল্যাবুশেন।

এরপর আর পেছনে ফেরে তাকাননি এই ডানহাতি ব্যাটসম্যান। দলীয় ৪১০ রানে পেইন ৩৫ করে ফিরলেও ল্যাবুশেন তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। কিন্তু ব্যক্তিগত ২১৫ রানে টড অ্যাস্টেলের বলে ক্যাচ ছুঁড়ে দেন তিনি।
ল্যাবুশেন বিদায় নিলেও নিচের সারির ব্যাটসম্যানদের ছোট ছোট পুঁজিতে দলীয় স্কোর ৪৫০ পার করে অজিরা। শেষ ব্যাটসম্যান হিসেবে মিচেল স্টার্ক ২২ রান করে বিদায় নিলে ৪৫৪ রানে অল আউট হয় অজিরা।
সফরকারীদের পক্ষে কলিন ডি গ্রান্ডহোম এবং নিল ওয়েগনার মিলে নেন ৩টি করে উইকেট। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে সতর্ক ব্যাটিং করেন ব্লান্ডেল এবং লাথাম। কোন ভুল না করে ২৯ ওভারে ৬৩ রান যোগ করে দিন শেষ করে কিউইরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৪৫৪ অল আউট (১৫০.১ ওভার) (ল্যাবুশেন ২১৫) (ওয়েগনার ৩/৬৬)
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ৬৩/০ (২৯ ওভার) (লাথাম ২৬*, ব্লান্ডেল ৩৪*)