টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ স্টেইনের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডেল স্টেইন সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন গেল বছর। ইনজুরি সমস্যার কারণে জাতীয় দলের বাইরে ছিলেন লম্বা সময় ধরে। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালাচ্ছেন নিজেকে ফিট রাখার। বর্তমানে ব্যস্ত আছেন বিগ ব্যাশ লিগে।
৩৬ বছর বয়সী এই ফাস্ট বোলার দেশের হয়ে সর্বশেষ খেলেছেন গেল বছরের ফেবরুয়ারি-মার্চে। জাতীয় দল থেকে দূরে থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে এই প্রোটিয়ার।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ দিয়ে দেশের হয়ে আবারও মাঠে ফিরতে পারেন স্টেইন। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হতে পারে ডানহাতি এই পেসারকে। তবে সুযোগ পেলে ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টি ম্যাচগুলোতে বেশি মনোযোগ থাকবে স্টেইনের।
স্টেইন বলেন, `আমি বিশ্বাস ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে থাকবো। ওয়ানডে দলেও থাকতে পারি। তবে কয়টা ম্যাচ খেলতে পারবো জানি না। কিন্তু টি-টোয়েন্টিতে অবশ্যই।'
'আমার মূল লক্ষ্য এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটকে এখন আরও বেশি উপভোগ করছি। চার ওভার বোলিং করা সহজ এখন। শরীর এখন টেস্ট খেলার মতো অবস্থায় ছিল না' প্রোটিয়া এই পেসার আরও যোগ করেন।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ খেলায় ব্যস্ত আছেন স্টেইন। মেলবোর্ন স্টার্সের হয়ে ৩ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। সুযোগ পেয়েছেন আইপিএলও। নিলাম থেকে ডানহাতি এই পেসারকে দলে টেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গেল মৌসুমেও খেলেছেন বিরাট কোহলির দলে।