ইংল্যান্ডের অনুশীলনে ফুটবল নিষিদ্ধ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অনুশীলনে ক্রিকেটারদের ফুটবল নিয়ে অনুশীলন খুবই পরিচিত দৃশ্য। তবে সাম্প্রতিক সময়ে ফুটবল খেলতে গিয়ে ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার ঘটনা বেড়েই চলেছে। এর ফলে নিজেদের ক্রিকেটারদের ফুটবল নিয়ে অনুশীলন নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
কেপ টাউন টেস্টের আগে চোটে পড়েছেন ইংলিশ ব্যাটসম্যান ররি বার্নস। অনুশীলনের আগে ফুটবল খেলতে গিয়ে লিগামেন্টে চোট পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

ইংল্যান্ড পুরুষ দলের পরিচালক দায়িত্ব নেয়ার পরই ফুটবলকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন। তবে ক্রিকেটারদের মত বিরোধ থাকায় সেবার ফুটবল নিয়ে অনুশীলন নিষিদ্ধ করতে পারেননি তিনি।
এবার বার্নস চোটে পড়ার পর কোচ ক্রিস সিলভারউডের সঙ্গে কথা বলে অনুশীলনে ফুটবল খেলা নিষিদ্ধ করে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার অনুশীলনে ফুটবল খেলার সময় লিগামেন্টে চোট পান বার্নস।
এর ফলে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। তাঁর ইনজুরিতে ইংল্যান্ড খেলোয়াড় স্বল্পতায় পড়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের দুটি ম্যাচ বাকি এখনও।
দলের সঙ্গে মাত্র একজন বাড়তি ব্যাটসম্যান রয়েছে তাদের। এর আগে ফুটবল খেলতে গিয়ে আরও বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটার চোটে পড়েছিলেন। এদের মধ্যে রয়েছেন জনি বেয়ারস্টো, জো ডেনলি ও জেমস অ্যান্ডারসন।