promotional_ad

মুশফিক ৩৬০ ডিগ্রি খেলেনঃ হাসান মাহমুদ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিমের ভূয়সী প্রশংসা করেছেন ঢাকা প্লাটুনের পেসার হাসান মাহমুদ। ঢাকা প্লাটুনের বিপক্ষে গত ম্যাচে ৪ ছক্কা এবং ৬ চারের সাহায্যে ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। 


খুলনা টাইগার্সের অধিনায়কের এই বিস্ফোরক ইনিংস সত্ত্বেও ম্যাচটিতে ১২ রানে পরাজিত হয় খুলনা। প্রতিপক্ষ শিবিরে ধ্বস নামানোর মূলে ছিলেন ২০ বছর বয়সী ডানহাতি পেসার হাসান মাহমুদ। ৪ ওভারে ৩২ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। যেখানে মুশফিককেও নিজের শিকারে পরিণত করেন এই তরুণ। 



promotional_ad

মুশফিকের উইকেটটি পেলেও তাঁকে যথেষ্ট ভুগিয়েছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাঁকে আউট করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে হাসানকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান এই তরুণ।


মুশফিককে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান আখ্যা দিয়ে হাসান মাহমুদ বলেন, 'মুশফিক ভাইকে আসলে বল করা অনেক কঠিন। উনি প্রায় ৩৬০ ডিগ্রি খেলেন। ওনার জন্য পরিকল্পনা ছিল ওয়াইড ইয়র্কার মারার। আর ফিল্ডার তিন জন তিন সাইডে দেয়া হয়েছিল। এরপরে একটা স্লো ফুলটসে উনি আউট হয়েছেন। ভিন্ন কিছু চেষ্টা করেছিলাম আমি।'


খুলনা টাইগার্সের বিপক্ষে এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন। ৯ ম্যাচে ৬ জয় পাওয়া ঢাকার রান রেট ০.৫৭৫। অপরদিকে ৮ ম্যাচে ৫ জয় নিয়ে চার নম্বরে আছে মুশফিকদের খুলনা। তাদের নেট রান রেট ০.৫৫৯। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball