promotional_ad

রাজশাহীতে বোলিং পাওয়া দুর্বহ ব্যাপার!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


তারকা সম্পন্ন দল রাজশাহী রয়্যালস। বঙ্গবন্ধু বিপিএলে দল হিসেবেও দারুণ পারফর্ম করছে ওয়াইস শাহর শিষ্যরা। দেশি-বিদেশি ক্রিকেটারদের সবাই দলের পক্ষে নিজেদের সেরা দিয়ে খেলছেন। যে কারণে টেবিলের শীর্ষে এখন আন্দ্রে রাসেলবাহিনী।


বিপিএলে বাকি দলগুলোর চেয়ে রাজশাহীকে একধাপ এগিয়ে রাখছে দলের বোলিং লাইন আপ। অলরাউন্ডারে ভরপুর দলটির স্কোয়াডে আছে দেশ-বিদেশি কয়েকজন পেসারও। তাই প্রতি ম্যাচেই স্পিনার-পেসার মিলিয়ে ৮-৯জন বোলার নিয়ে দল সাজায় রাজশাহী।



promotional_ad

দেশিদের পেসারদের মধ্যে রাজশাহীতে আছেন কামরুল ইসলাম রাব্বি-আবু জায়েদ রাহিরা। এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলার হয়েছে রাব্বির। নিয়েছেন ৬ উইকেট। তারপরও জানালেন, একাদশে বেশি বোলার থাকলে অনেক সময় বোলিং পাওয়া দুর্বহ হয়ে যায়।


কারণ হিসেবে জানালেন, বেশি অপশন থাকায় একবার বোলিং খারাপ করলে পরে আর সুযোগ মেলে না নিজেকে প্রমাণ করার। তাই প্রতি ম্যাচে ভালো বোলিং করে পরের ম্যাচে একাদশে জায়গা পাকা করতে হচ্ছে রাজশাহীর বোলারদের।


রাব্বি বলেন, `সবথেকে বেশি পেস বোলার , অলরাউন্ডার বেশি আমাদের দলে । এমন হয়ে যে ৯-১০ জন বল করে । এক ওভার খারাপ করলে আসলেই বল আর পাওয়া যায়না। প্রতিটা ম্যাচেই মনে হয় এই ম্যাচে ভাল না করলে পরে আর ম্যাচ পাবোনা।' 



`টিমে অনেক বোলার আছে । ভাল কিছু করে পরের ম্যাচ কনফার্ম করতে হবে । অনেক বেশি চাপ থাকে। এটা ভাল,চাপ নিয়ে ভাল খেলা ঢাকা লিগ বা ন্যাশনাল খেলা গুলোতে কাজে লাগে।' ডানহাতি এই পেসার আরও যোগ করেন। 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball