promotional_ad

দ্বিতীয়তে থেকেও সতর্ক চট্টগ্রাম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লক্ষ্য প্রথম অথবা দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করা। তবে নিজেদের শেষ ম্যাচ কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে হেরেছে দলটি। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে চট্টগ্রামের কাছ থেকে জয় ছিনিয়ে নেন মুজিব উর রহমান। 


যে কারণে হাতে তিনটি ম্যাচ থাকলেও সতর্ক চট্টগ্রাম। দলের ওপেনার জুনায়েদ সিদ্দিকী সাংবাদিকদের সঙ্গে আলাপকাপে এমনটাই জানিয়েছেন। গেল ম্যাচের হার তাদের সতর্ক করেছে পরের ম্যাচগুলোর জন্য।


ম্যাচ হারলেও টিম ম্যানেজম্যান্ট সহ ক্রিকেটাররা সবাই ইতিবাচক মনোভাবে আছেন বলে নিশ্চিত করেন জুনায়েদ। তবে সামনের ম্যাচগুলো আরও গুরুত্বের সঙ্গে খেলতে চায় চট্টগ্রাম।



promotional_ad

জুনায়েদ বলেন, `সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা শেষ ম্যাচটা অনেক কাছে গিয়ে হেরেছি। এটা একটা আলার্মিং সাইন। এটা থেকে আমরা আরও সতর্ক হয়েছি যে ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি।নেতিবাচক কিছু ভাবছি না তাহলে দলের জন্য ভালো হবে না।'  


`আমাদের দলে সবাই অনেক ইতিবাচক অবস্থায় আছে। ম্যানেজম্যান্ট থেকে শুরু করে খেলোয়াড় পর্যন্ত। এর একটা বড় কারণ হচ্ছে আমরা ধারাবাহিক ক্রিকেট খেলেছি। অবশ্যই শেষ ম্যাচটা থেকে আমরা আরও বেশি সিরিয়াস যেন পরের ম্যাচগুলোতে আরও ভালো খেলতে পারি।' চট্টগ্রামের ওপেনার আরও যোগ করেন। 


পয়েন্ট টেবলের এক অথবা দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করতে চায় চট্টগ্রাম। তাই হাতে থাকা সবগুলো ম্যাচকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে পল নিক্সনের শিষ্যরা। চট্টগ্রামের মতো বাকিগুলোও একই চিন্তা করছে বলে জানান জুনায়েদ।


জুনায়েদ আরও বলেন, `টেবিলের প্রথম দুই স্থানে থাকেল একটা সুযোগ বেশি থাকবে। চারটা দলই চেষ্টা করবে ১-২এর ভেতরে থাকার। আমাদেরও এটাই ইচ্ছা এমন একটা অবস্থানে যাওয়ার। তাহলে সেমি ফাইনালে দুইটা সুযোগ পাবো।'



`অবশ্যই প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আপনি যদি পয়েন্ট টেবিল দেখেন। পাঁচটা দলই ভালো অবস্থানে আছে। এখন প্রত্যেকটা ম্যাচই প্রত্যেকটা দলের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কাছেও পরের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে ম্যাচটা জেতার।' বাঁহাতি এই ব্যাটসম্যান আরও যোগ করেন। 


৯ ম্যাচের ৬টিতে জিতেছে চট্টগ্রাম। দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চোটের কারণে দলের সঙ্গে সিলেট যাননি। আগের ম্যাচে অসুস্থটার কারণে খেলেননি ইমরুল কায়েস। নুরুল হাসান সোহানকে দেয়া হয়েছে অধিনায়কত্ব। ইমরুল সুস্থ না হলে সোহানের নেতৃত্বে শনিবার খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চ্যালেঞ্জার্সরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball