ভাষা সমস্যা নিয়ে গিবসের দিকে নাঈমের পাল্টা তীর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট থান্ডারের কোচ হার্শেল গিবস দাবি করেছিলেন, স্থানীয় ক্রিকেটারদের অনেকেই ইংরেজি বোঝেন না। যে কারণে ক্রিকেটারদের বোঝানো কঠিন। কিন্তু কোচের এই মন্তব্যের সঙ্গে একমত নন নাঈম হাসান। সিলেট থান্ডারের ডানহাতি এই অফ স্পিনার বলছেন, জাতীয় দলের কোচরাও তো ইংরেজিতেই কথা বলেন!
দল হিসেবে ভালো করছে না সিলেট। বঙ্গবন্ধু বিপিএলে ৯ ম্যাচে ৮টিতে হেরেছে তারা। বৃহস্পতিবার ঘরের মাঠে জয়ের খুব কাছ থেকে ফিরে এসেছে আন্দ্রে ফ্লেচারের দল। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে সুপার ওভারে গিয়ে হতাশায় ডুবতে হয়েছে থান্ডারদের।

স্বাগতিক দল হওয়ায় আগেই সিলেট পৌঁছেছিল সিলেট। কোচ হার্শেল গিবস বিপিএল শুরুর পর সাংবাদিকদের সামনে আসেননি। তবে ৮ ম্যাচে ৭টিতে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার।
এমনকি মন মতো দল সাজাতেও পারেননি বলে জানান গিবস। যদিও বিপিএল প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না এই প্রোটিয়া। কোচের মন্তব্যের সঙ্গে দিমত পোষণ করে নাঈম সংবাদ সম্মেলনে জানান, `আমার মনে হয় না। জাতীয় দলের কোচরাও ইংরেজিতে কথা বলে। বুঝে নেন বাকিটা।'
টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় সিলেট। ক্রিসমার সান্টোকির নো বল-ওয়াইড বল বিতর্ক থেকে শুরু করে টানা হার। কোনো কিছুই পক্ষে যাচ্ছে না সিলেটের। নাঈম জানালেন, দল হিসেবে খেলছে না সিলেট। এ কারণেই এই হাল তাদের।
নাঈম আরও বলেন, `মাঠে তো আমরাই খেলছি। আমাদেরই দোষ। যার যার জায়গা থেকে সে যদি ঠিকভাবে খেলতো। দল হিসেবে খেলা হচ্ছে না। আসলে হার-জিত আল্লাহর ইচ্ছা। আমাদের কাজ শতভাগ দেয়া। কেউ বলতে পারবে না মাঠে নেমে যে জিতবো। হয়তো খারাপ সময় যাচ্ছে। আমাদের হাতে আছে হলো শতভাগ দেয়া।'
বিপিএল প্লে-অফে খেলার স্বপ্ন ইতোমধ্যে শেষ হয়ে গেছে সিলেটের। অধিনায়ক মোসাদ্দেক হোসেন আছেন ইনজুরিতে। খেলতে পারেননি কুমিল্লার বিপক্ষে। বাজে সময়ে দলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে আন্দ্রে ফ্লেচারের কাঁধে।