চেষ্টা করছি, দেখি কী হয়ঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
'চেষ্টা করছি ঠিক হওয়ার, দেখি কী হয়'- বলে মাহমুদউল্লাহ রিয়াদ সোজা হাঁটা দিলেন জিমের পথে। চোটের কারণে বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বে খেলা হচ্ছে না অভিজ্ঞ এই ক্রিকেটারের। বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে একাই অনুশীলন করতে দেখা গেল মাহমুদউল্লাহকে।
একাডেমি মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে যাচ্ছেন। আবার হেঁটে ফিরে আসছেন। আবার দৌড়ে যাচ্ছেন। মাঝে মাঝে থেমে পায়ের মাংশপেশিতে হাত দিয়ে দেখছেন। মাহমুদউল্লাহ রিয়াদকে প্রায় এক ঘন্টা এমনটাই করতে দেখা গেল।

মাঠ ছেড়ে যাওয়ার সময় চোটের ব্যাপারে মাহমুদউল্লাহর কাছে জানতে যাওয়া হলে ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, `চেষ্টা করছি, ঠিক হওয়ার।' প্লে-অফ পর্ব দিয়ে মাঠে ফিরছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে মাহমুদউল্লাহ বলেন, `দেখি কী হয়।'
হ্যামস্ট্রিংয়ের চোটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে সিলেট যাননি মাহমুদউল্লাহ। ছিলেন না ঢাকার দ্বিতীয় পর্বেও। বিপিএল শুরুর দুই ম্যাচে বেঞ্চে বসে থাকার পর ফিরেছিলেন মাঠে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক ৩ ম্যাচ খেলে আবারও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন।
এরপর থেকে মাঠের বাইরে মাহমুদউল্লাহ। ভারত সফরে দিবা-রাত্রির টেস্ট চলাকালীনও হ্যামস্ট্রিংয়ে চোট পান ডানহাতি এই ব্যাটসম্যান। গেল মঙ্গলবার অবশ্য চট্টগ্রামের ম্যানেজার জানিয়েছিলেন, ফিজিওর সবুজ সংকেতের অপেক্ষায় আছেন মাহমুদউল্লাহ।
মিডিয়া ম্যানেজারের ভাষায়, 'মাহমুদউল্লাহ এখন ভালো আছেন। তার খেলার ব্যাপারে ফাইনাল সবুজ সংকেত দেবেন বিসিবির ফিজিও। মাহমুদউল্লাহর আগের যে সমস্যা ছিল সেটি আর নেই। সিলেট পর্বে না হলেও ঢাকায় লিগ পর্বের শেষ দুটি ম্যাচে আমরা তাকে পাব বলে আশা করছি।'