promotional_ad

সতীর্থ মুশফিকের বন্দনায় আমলা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বন্দনা করেছেন হাশিম আমলা। বঙ্গবন্ধু বিপিএলে মুশফিকের অধীনেই খুলনা টাইগার্সে খেলবেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান।


ঢাকা প্লাটুনের বিপক্ষে নিজেদের আট নম্বর ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক মুশফিকের ভূয়সী প্রশংসা করেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটসম্যান আমলা। মুশফিককে বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আখ্যা দেন তিনি।



promotional_ad

আমলা বলেন, 'মুশি অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে দারুণ করছে। সে বিশ্বের অন্যতম সেরা এবং অভিজ্ঞ একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। সে অসাধারণ একজন ক্রিকেটার। তাঁকে সতীর্থ হিসেবে পাওয়াটা আমার জন্য কাজ সহজ করে দিয়েছে। আমি মুশির সঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গায় ১০ বছর খেলেছি।'


গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খুলনার হয়ে খেলতে ঢাকায় পা রাখেন হাশিম আমলা। তবে এখনও পরিবেশ এবং কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি তিনি। আমলার ভাষ্যমতে, 'পরিচিত সতীর্থ হিসেবে মুশফিককে পেলেও আমার দলের পরিবেশ এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই এক দিন সময় লাগবে।'


গত বছরের অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন হাশিম আমলা। অবসরের আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৪ টেস্ট, ১৮১ ওয়ানডে এবং ৪৪টি- টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ২৮টি সেঞ্চুরি এবং ৪১টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। ওয়ানডেতে ২৭টি সেঞ্চুরি করা আমলা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেন ৮টি হাফ সেঞ্চুরি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball