promotional_ad

কোহলি-ভিলিয়ার্সদের দেখে শিখতে বলছেন গিবস

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সদের মতো ক্রিকেটারদের দেখে শিখতে বলেছেন হার্শেল গিবস। বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডারের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান। 


নিজেদের খেলায় উন্নতি করতে হলে রানের ক্ষুধা বাড়ানোর বিকল্প দেখছেন না এই প্রোটিয়া কোচ। এক্ষেত্রে বিশ্বের তারকা ব্যাটসম্যানদের আদর্শ মানার পরামর্শ দেন তিনি। 



promotional_ad

কোহলি এবং ডি ভিলিয়ার্সের উদাহরণ টেনে স্থানীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে গিবস বলেন, ‘এটা ক্ষুধার ব্যাপার। বিশ্বে যারা ভালো ব্যাটসম্যান তাদের প্রত্যেক ফরম্যাটে ভালো করার একটি ক্ষুধা থাকে। সে কখনোই ক্ষুধা নিবারণ করে না। কোহলি কিংবা ডি ভিলিয়ার্সদের দেখুন, তারা সব সময় রান করার জন্য ক্ষুধার্ত থাকে। এই বিষয়গুলো স্থানীয় ক্রিকেটারদের বুঝতে হবে।’ 


২ ডিসেম্বর (বৃহস্পতিবার) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে নবম ম্যাচ খেলতে নামবে সিলেট সিক্সার্স। এই ম্যাচের আগে চাপ সামলে ভালো খেলার প্রতি গুরুত্ব দিচ্ছেন গিবস। তাঁর বিশ্বাস, এই ম্যাচে পুরো দল হিসেবে ভালো খেলতে পারবে সিলেট।


গিবসের ভাষ্যমতে, ‘আমি শুধু স্থানীয় ক্রিকেটারদের কাছ থেকে নয়, বরং পুরো দলের কাছ থেকেই প্রত্যাশা করি। এটা শুধুমাত্র চাপের মুখে খেলার বিষয় না। এটি চাপ সামলে ভালো খেলারও একটি বিষয়।’



বঙ্গবন্ধু বিপিএলে বেশ নাজুক অবস্থায় আছে সিলেট থান্ডার। ৮ ম্যাচে মাত্র একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা। শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি ম্যাচগুলোতে জয় পেতেই হবে তাদের। একই সঙ্গে বাকি দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে সিলেটকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball