পাকিস্তান সফরে যেতে রাজি ডমিঙ্গো!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাকিস্তান সফরে যেতে প্রস্তুত বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানে দল পাঠাতে রাজি হলে সেখানে যেতে তাঁর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
চলতি মাসের শেষের দিকে পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে আসন্ন এই সফরে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে বিসিবি। টেস্ট সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে খেলা জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে বিসিবি।
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, পাকিস্তানে যেতে আগ্রহী নন ক্রিকেটার এবং কোচিং স্টাফের অনেকেই। কারণ এমন বদ্ধ পরিবেশ এবং কঠিন নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘদিন থাকতে কেউ রাজি নন। তাই পাকিস্তানের বাইরে টেস্ট সিরিজ খেলতে চাইছে বাংলাদেশ।

ডমিঙ্গোও স্বীকার করেছেন, টিম ম্যানেজমেন্টের কিছু সদস্য পাকিস্তান সফরে যেতে ইচ্ছুক নন। তবে বিসিবি দল পাঠালে পাকিস্তানে যেতে রাজি ডমিঙ্গো।
ডমিঙ্গো বলেন, 'দল যদি যাওয়ার জন্য অনুমতি পায়, তাহলে আমি যাব। দল অনুমতি না পেলে অবশ্যই যাওয়ার কোনো মানে নেই। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের কয়েকজন যেতে আগ্রহী না। যদি যেতেই হয়, তাহলে আমিও যাচ্ছি।'
'আমার মনে হয় তখনই বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত যখন সেটা হবে। এখন ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করতে হবে, বোর্ড সিদ্ধান্ত নেবে পরবর্তীতে কি হবে।' যোগ করেন প্রোটিয়া এই কোচ।
ঘরের বাইরে টেস্ট সিরিজ খেলতে রাজি নয় পাকিস্তান। তাই এ নিয়ে দুই বোর্ডের মধ্যে এখনও আলোচনা চলছে।