এখন অনভিজ্ঞ বলার সুযোগ নেইঃ তাসকিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রংপুর রেঞ্জার্সের হয়ে প্রথম তিন ম্যাচে উইকেট শূন্য ছিলেন তাসকিন আহমেদ। এমন পারফরম্যান্সের পর পরবর্তী তিন ম্যাচে একাদশেই জায়গা হয়নি এই ডানহাতি পেসারের। মঙ্গলবার আবারও রংপুরের একাদশে জায়গা পান তিনি।
সুযোগ পেয়ে বল হাতে ঝলসে উঠেছেন তাসকিন। ২৯ রানে ৪ উইকেট নিয়ে রংপুরকে রাজশাহী রয়্যালসের বিপক্ষে বড় জয় পেতে সাহায্য করেছেন তিনি। নিজের ছোটো ছোটো ভুলগুলো দ্রুতই শুধরাতে চান এই পেসার। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে অনভিজ্ঞ বলারও সুযোগ নেই বলে মনে করেন তসকিন।

তিনি বলেছেন, 'ছোটো ছোটো ভুলগুলো যত দ্রুত শিখবো ততো ভালো। এখন বলার সুযোগ নেই যে অনভিজ্ঞ। যথেষ্ঠ খেলেছি এবং খেলছি। এখন নিজের ভুলগুলো যদি দ্রুত শুধরাতে না পারি তাহলে আমারই ব্যর্থতা। চেষ্টা করবো ফিউচারে যেন ভালো করতে পারি।'
নতুন বছরে তাসকিনের লক্ষ্য থাকবে জাতীয় দলে আবারও জায়গা করে নেয়া এবং দলের জয়ে অবদান রাখা। নিজের সেরা ক্রিকেটটা খেলার জন্য নতুন বছরকেই বেঁছে নিতে চান তিনি।
তাসকিনের ভাষ্যমতে, 'নিজের বেস্ট ক্রিকেট যেন খেলতে পারি, পারফরম্যান্সটা যেন আরো ভালো করতে পারি। বাংলাদেশের হয়ে আরও রিপ্রেজেন্ট করতে পারি যাতে। বাংলাদেশকে যেন ম্যাচ জেতাতে পারি এটাই ইচ্ছে থাকবে।'