দক্ষিণ আফ্রিকা দলে পিটারসেন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন কিগান পিটারসেন। এবারই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে জায়গা পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান ৪০.৬৬ গড়ে রান করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে সেঞ্চুরি করেছেন তিনি।

মূলত এই পারফরম্যান্সই তাঁর সামনে জাতীয় দলের দরজা খুলে দিয়েছে। পিটারসেন জায়গা পেয়েছেন এইডেন মার্করামের জায়গায়। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় আঙুল ভেঙে গেছে মার্করামের।
ফলে ইংলিশদের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন প্রোটিয়া ওপেনার। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৩ জানুয়ারি।
পিটারসেন ৮৮টি প্রথম শ্রেণির ম্যাচে খেলে ৫ হাজার ৪৯০ রান করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৫টি সেঞ্চুরি এবং ৪০টি হাফ সেঞ্চুরি। ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ২২৫ রানের।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিউরান হেনড্রিক্স, কেশব মহারাজ, পিটার ম্যালান, জুবায়ের হামজা, অ্যানরিচ নরকিয়ে, ড্যান প্যাটারসন, আন্দিলে ফেলুকায়ো, ভারনন ফিল্যান্ডার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রুডি সেকেন্ড, রাসি ভ্যান ডার ডাসেন ও কিগান পিটারসেন।