নতুন দুই ক্রিকেটারকে দলে ভেড়ালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝ পথে নতুন দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমানকে দলে নিয়েছে চট্টগ্রাম।
সেই সঙ্গে বিদেশি খেলোয়াড় হিসেবে দলটির সঙ্গে যোগ দিচ্ছেন লঙ্কান তারকা অলরাউন্ডার আসেলা গুনারত্নে। ঢাকা পর্বেই তাঁরা চট্টগ্রাম দলের সঙ্গে যোগ দিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে দলটির বিশ্বস্ত একটি সূত্র।

বিপিএলের গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার কথা ছিল গুনারত্নের। যদিও আসর শুরুর আগেই তাঁর বদলে স্টিভেন স্মিথকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা। গত আসরে খেলা না হলেও এবার চট্টগ্রামের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।
গুনারত্নে শ্রীলঙ্কার হয়ে ৬টি টেস্ট, ৩১ টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাঁর। ব্যাট হাতে ৯১০ রান এবং বল হাতে ২৮টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার।
জিয়াউর অবশ্য বঙ্গবন্ধু বিপিএলের ড্রাফটে অবিক্রিত ছিলেন। তিনি এর আগে দুরন্ত রাজশাহী এবং চিটাগং কিংসের হয়ে বিপিএল খেলেছেন। ক্যারিয়ারে ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচে ১ হাজার ৫৫ রানের সঙ্গে বল হাতে ১৫ উইকেট নিয়েছেন তিনি।