promotional_ad

৫ উইকেট পেলে ভালো হতঃ শহিদুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বলে খুব বেশি গতি নেই কিন্তু লাইন লেন্থ বজায় রেখে বোলিং করে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই আলো ছড়াচ্ছিলেন শহিদুল ইসলাম। তবে সব আলো কেড়ে নেয়ার মতো বোলিং করতে পারেননি তিনি।


শুক্রবার (২৭ ডিসেম্বর) রংপুর রেঞ্জার্সের বিপক্ষে সেই আক্ষেপ ঘুচিয়েছেন খুলনা টাইগার্সের এই পেসার। এদিন মাত্র ২৩ রানে ৪ উইকেট নিয়ে রংপুরকে একাই ধসিয়ে দিয়েছেন।



promotional_ad

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শহিদুল জানিয়েছেন, ইনিংসের শেষ দিকে পাঁচ উইকেট নেয়ার ইচ্ছে ছিল তাঁর। তবে সেই স্বপ্ন পূরণ করতে না পেরে কিছুটা আক্ষেপই করেছেন এই তরুণ পেসার।


এ প্রসঙ্গে শহিদুল বলেছেন, 'আমি বিশ্বাস করি উইকেট পাওয়াটা সম্পূর্ণ ভাগ্যের বিষয়। আমি চেষ্টা করেছি শুধু ভালো লাইন এবং লেন্থে বল করতে। মুশফিক ভাই যেটা বলেছ সেটা অনুসরণ করতে। শেষের দিকে একটু ইচ্ছে হয়েছিল পাঁচ উইকেট পেলে ভালো হত। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টিতে ৪ উইকেট পেয়েছি। যা হয়েছে আলহামদুলিল্লাহ।'


রংপুরের বিপক্ষে ৪ উইকেট নিয়ে বঙ্গবন্ধু বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন শহিদুল। ৬ ম্যাচ খেলে এই পেসার ১০ উইকেট শিকার করেছেন। সমান সংখ্যক ম্যাচে ১৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মেহেদী হাসান রানা।
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball