আমি তো প্রায় অবিক্রীতই থাকিঃ মাশরাফি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে প্রথম ডাকে কোনো দলই আগ্রহ দেখায়নি মাশরাফি বিন মুর্তজার প্রতি। নিজেদের অষ্টম খেলোয়াড় হিসেবে দেশসেরা এই পেসারকে দলে ভিড়িয়েছে ঢাকা প্লাটুন।
যদিও এই টুর্নামেন্টে মাশরাফির কাঁধেই নেতৃত্বভার তুলে দিয়েছে। অধিনায়কত্ব পেলেও বল হাতে উজ্জ্বল পারফরম্যান্স দেখাতে পারছেন না মাশরাফি। ৭ ম্যাচে পেয়েছেন ৪ উইকেট। ইকোনমিও বলার মতো নয়—৮.০৯।

আজ (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন মাশরাফি। এবারের বিপিএলে এটাই তাঁর সেরা বোলিং পরিসংখ্যান। দল হিসেবে ভালো অবস্থানে নেই ঢাকাও। তাঁরা রয়েছে ৩ নম্বরে। মাশরাফি মনে করেন প্লে অফের দৌড়ে এখনও টিকে আছে তাঁর দল।
নিলামে দেরিতে দল পাওয়া নিয়ে আক্ষেপের সুরে মাশরাফি বলেছেন, ‘শুধু আমার কাছে কেন, সবার কাছেই সমান আশা। আমি তো প্রায় অবিক্রীতই থাকি (নিলামে)। আমার কাছে আশা করেই-বা কী! আশা করলে তো সবার আগেই বিক্রি হয়ে যাওয়ার কথা। সব দলই সমান প্রত্যাশা নিয়ে খেলে। আমরাও একই প্রত্যাশা নিয়ে খেলছি। শেষ পর্যন্ত টিকে থাকতে যা দরকার সেটা করব। এখন পয়েন্ট টেবিলে চারে আছি, দৌড় থেকে যে বাইরে আছি, তা না।’
নিজের পারফরম্যান্স নিয়েও বিচলিত নন ঢাকা প্লাটুন দলপতি। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘নিজের পারফরম্যান্স নিয়ে অতটা বিচলিত নই। অনেক দিন পর মাঠে নেমেছি, চেষ্টা করছি। প্রায় পাঁচ মাস পর খেলছি। মানিয়ে নিতে চেষ্টা করছি। কোনো ম্যাচে ভালো হচ্ছে, কোনো ম্যাচে খারাপ। ভালো-খারাপের মধ্য দিয়ে যাচ্ছি। আশা করি পুরো টুর্নামেন্ট যখন খেলব…টি-টোয়েন্টি তো বলা কঠিন যে এ ম্যাচেই ভালো করব। তবে চেষ্টা করছি সেরাটা দেওয়ার।’