তথ্য বিকৃত করছে বিসিসিআই, অভিযোগ পিসিবির

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া অল স্টার ও বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচ দুটিতে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানি ক্রিকেটারদের। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে এমন জানানো হয়। কিন্তু বিসিসিআইয়ের এই তথ্য সম্পূর্ণ মিথ্যা, জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিসিসিআই তথ্য বিকৃত করে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন পিসিবির এক মুখপাত্র। বাংলাদেশে আগামী ১৮ এবং ২১ মার্চ অনুষ্ঠিত হবে। এশিয়া অল স্টার এবং বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচ দুটি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। যে কারণে এই ম্যাচ দুটিতে ক্রিকেটার পাঠাতে পারছে না পিসিবি।
অথচ বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ভিন্ন তথ্য। যে কারণে পিসিবির মুখপাত্র বিসিসিআইকে খোঁচা দিয়ে বলেন, 'পাকিস্তান ক্রিকেটের সমর্থকদের ভুল বোঝানোর জন্য তথ্য বিকৃত করছে বিসিসিআই। এটাই দুর্ভাগ্যজনক।'
তিনি আরও বলেন, 'বিশ্ব একাদশ ও অল স্টার এশিয়া একাদশের মধ্যকার ম্যাচ দুটি হওয়ার কথা ১৬-২০ মার্চের মধ্যে। পিএসএল ফাইনাল হবে ২২ মার্চ। যেহেতু দুটো ম্যাচের দিনক্ষণ বদলানো সম্ভব নয়। পিএসএলের জন্যই পাকিস্তানের ক্রিকেটাররা বাংলাদেশে খেলতে পারবে না। এজন্য বিসিবির কাছে আমরা মৌখিক ও লিখিতভাবে দুঃখপ্রকাশ করেছি। ওরাও বিষয়টা বুঝতে পেরেছে।'
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিতর্কের জন্ম দেয়া তথ্য দিয়ে বিসিসিআইয়ের যুগ্ম সচিব জয়েশ জর্জ বলেন, 'আমরা যতদূর জানি, এশিয়া একাদশের হয়ে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে খেলতে দেখা যাবে না। এটাই হচ্ছে কথা। সুতরাং পাকিস্তানি ক্রিকেটারদের ভারত কীভাবে মোকাবেলা করবে- এমন প্রশ্নই এখানে আসে না।'
বিসিসিআই কর্মকর্তার কথার প্রেক্ষিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিপরীত উত্তর দেন তিনি। বৃহস্পতিবার পাপন বলেন, 'পাকিস্তানি ক্রিকেটার বিষয়ে ভারতের সঙ্গে কোনো কথা হয়নি। আমরা পাকিস্তানের কাছে জানতে চেয়েছিলাম, এশিয়া একাদশের হয়ে তাদের ক্রিকেটারদের ছাড়তে পারবে কিনা। তখন তারা জানিয়েছিল, ওই সময়ে পিএসএল নিয়ে ব্যস্ত থাকবে তারা। এ বিষয়ে পরে জানাবে বলেছিল তারা। কিন্তু এখনো কিছু জানায়নি।'