তামিম-মাশরাফিদের নাগালেই রাখল চট্টগ্রাম

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নয় উইকেটে ১২৪ রান করেছে ঢাকা প্লাটুন। চট্টগ্রামের বোলারদের নৈপুণ্যে সুবিধা করতে পারেনি ঢাকার ব্যাটসম্যানরা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করে ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। তবে বেশিদূর এগিয়ে যেতে পারেননি তারা। উদ্বোধনী জুটিতে দুজন তোলেন ৩২ রান।
ইনিংসের ষষ্ঠ ওভারে চ্যাডউইক ওয়ালটনের দুর্দান্ত থ্রো'তে রানআউট হন বিজয়। ফেরার আগে করেন ১৪ রান। একই ওভারে আসরে দুর্দান্ত ফর্মে থাকা মেহেদী হাসানকে শূন্য রানে ফেরান লিয়াম প্লাঙ্কেট।

বেশীক্ষণ টিকতে পারেননি তামিমও। ২৭ বলে ২১ রান করে নাসুম আহমেদের বলে ডাউন দ্যা উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। এরপর জাকের আলীকেও (৩) স্টাম্পিং করেন নুরুল হাসান সোহান।
তারপর চমক দেখান মোক্তার আলী। এই অলরাউন্ডার প্রথমে শহীদ আফ্রিদির দুর্দান্ত একটি ক্যাচ লুফে নেন। আসরে আরও একটি ডাক মেরে বিদায় নেন আফ্রিদি। তারপর সাদাব খানকে (০) কট এন্ড বোল্ড করে বিদায় করেন মোক্তার।
থিসারা পেরেরাকেও উইকেটে থিতু হতে দেননি মোক্তার। ছয় রানে পেরেরাকে ফেরান তিনি। লম্বা সময় ধরে উইকেটে থাকা মুমিনুল হকও বিদায় নেন। রানআউট হওয়ার আগে তিনি করেন ৩২ রান।
শেষদিকে ওয়াহাব রিয়াজের ১৫ বলে ২৩ ও মাশরাফি বিন মুর্তজার ১২ বলে ১৭* রানের কল্যাণে একশ রান পার করতে পেরেছে প্লাটুন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা প্লাটুনঃ ১২৪/৯ (২০ ওভার)
(মুমিনুল ৩২, ওয়াহাব ২৩; বার্ল ২/১, মোক্তার ২/১৮)