promotional_ad

ড্রেসিংরুম থেকে নির্বাচককে বের করে দিলেন ক্রিকেটার!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অশোক দিন্দা এবং রণদেব বসুর পর এবার ভারতীয় ঘরোয়া ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু দেবাং গান্ধী এবং মনোজ তিওয়ারি। ভারতীয় জাতীয় নির্বাচক দেবাংকে পশ্চিমবঙ্গ রাজ্য দলের ড্রেসিংরুম থেকে বের করে দেন মনোজ তিওয়ারি। এমন ঘটনা ভারতীয় ক্রিকেটে আগে কখনও ঘটেনি।


ভারতীয় ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অন্ধ্র প্রদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যকার ম্যাচে এই ঘটনার জন্ম। সূর্যগ্রহণের জন্য মধ্যাহ্নভোজের আগে যখন খেলা বন্ধ ছিল, তখনই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।



promotional_ad

জাতীয় নির্বাচককে ড্রেসিংরুমে দেখেই প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের সাবেক অধিনায়ক তিওয়ারি। বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার কাছে এ নিয়ে অভিযোগও করেন তিনি। পরবর্তীতে দুর্নীতি দমন কর্মকর্তা সৌমেন কর্মকার দেবাংকে ড্রেসিংরুম থেকে বের করে নিয়ে আসেন।


ম্যাচ চলাকালীন দলের খেলোয়াড় এবং সহযোগী স্টাফ ছাড়া কারোরই ড্রেসিংরুমে প্রবেশের অনুমতি নেই, দাবি করেন মনোজ। তবে দেবাংকের দাবি ভিন্ন। তিনি জানান, দুর্নীতি দমন শাখা থেকে অনুমতি নিয়েই ড্রেসিংরুমে ঢুকেছেন। এমনকি বাংলার কোচ অরুণ লালই তাঁকে অনুমতি দেন ড্রেসিংরুমে যাওয়ার।


দেবাং বলেন, 'আমার কোমরে ব্যথা ছিল। বাংলার কোচ অরুণ লালের সঙ্গে আলোচনা করেই তাঁর দলের ফিজিওর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে গিয়েছিলাম। দুর্নীতি দমন শাখার প্রতিনিধির অনুমতি নিয়েই ড্রেসিংরুমে প্রবেশ করি। তারপরে বাংলার ফিজিওকে নিয়ে সিএবির মেডিক্যাল রুমে চলে যাই।'



মনোজ তিওয়ারির এমন আচরণ তরুণ ক্রিকেটারদের সামনে বাজে দৃষ্টান্ত তৈরি করল বলে মনে করেন দেবাং। তিনি বলেন, 'বাংলার ক্রিকেটের সঙ্গে জড়িত সবাই এমন ঘটনা জেনে মনঃক্ষুণ্ণ হবে। আমার সঙ্গে এমন আচরণ করে মনোজ তরুণদের সামনে বাজে দৃষ্টান্ত তৈরি করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball