ওয়াটসনকে সমীহ করছে মুশফিকের খুলনা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রাম পর্ব শেষ করে পুনরায় ঢাকায় ফিরছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। ঢাকা পর্বে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স এবং রংপুর রেঞ্জার্স।
পাঁচ ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থেকে চট্টগ্রাম পর্ব শেষ করেছে টাইগার্স দল। যদিও নিজেদের শেষ দুটিতে ম্যাচে হেরেছে তারা।

অপরদিকে পাঁচটি ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে রংপুর। আসরে প্লে অফ নিশ্চিত করার সম্ভাবনা থেকে কিছুটা দূরে সরে গিয়েছে তারা।
এমন অবস্থায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। খুলনার বিপক্ষে মাঠে নামছেন তিনি। ম্যাচটিতে অধিনায়কত্বও করতে পারেন তিনি।
ওয়াটসনের উপস্থিতিতে রংপুরকে বেশ সমীহ করেছে খুলনা। খুলনা দলের প্রোটিয়া অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক মিডিয়াকে বলেন, 'শেন ওয়াটসন রংপুরে যোগ দিচ্ছে। সে বিশ্বমানের ক্রিকেটার। দুই দলের ক্রিকেটাররাই বেশ ভালো। যে দল বেশি ভালো খেলবে সেই দলই জিতবে।'
খুলনা টাইগার্স স্কোয়াডঃ মুশফিকুর রহিম (অধিনায়ক) , শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), রবি ফ্রাইলিঙ্ক (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মাদ আমির (পাকিস্তান), নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান) ও রহমতউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ টম অ্যাবল (অধিনায়ক, ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান), মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, রিশাদ হোসেন, শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), লুইস গ্রেগরি (ইংল্যান্ড) , ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান) ও জুনায়েদ খান (পাকিস্তান)।