ঢাকায় শেন ওয়াটসন

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন তিনি।
এবারের বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার। প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে ওয়াটসনকে দলে ভিড়িয়েছে রংপুর রেঞ্জার্স।

চলমান বিপিএলে নিজেদের ভাগ্য বদলাতে ওয়াটসনকে ডেকে এনেছে রংপুর। টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে দলটি। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনের দ্বিতীয় খেলায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে রংপুর। ম্যাচটিতে ওয়াটসনের খেল??? নিয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অবশ্য এবারের বিপিএলে আগেই খেলার কথা ছিল অজি এই তারকার। নিয়মিত ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্সের সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ বিপিএল হওয়ায় আসা হয়নি তাঁর।
আগেও বিপিএল খেলার কথা ছিল ওয়াটসনের। ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের সঙ্গে চুক্তি করেও অনাকাঙ্ক্ষিত চোটে পড়ে বিপিএল খেলা হয়নি তাঁর।
৩১৬ টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে ওয়াটসন করেছেন ৮১৮২ রান। বল হাতে উইকেট নিয়েছেন ২১৬টি।