কারান-ব্রডে বিধ্বস্ত প্রোটিয়া শিবির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে বেশ সুবিধাজনক অবস্থানে আছে সফরকারী ইংল্যান্ড। প্রথম দিন শেষে স্বাগতিকদের ৯ উইকেট তুলে নিয়েছে জো রুটের দল। দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৯ উইকেটে ২৭৭ রান।
এদিন শুরুতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংল্যান্ড দলপতি রুট। এরপর খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ড পেসারদের তান্ডবে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক ছাড়া আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। স্রোতের বিপরীতে ব্যাটিং করে ৯৫ রানের ইনিংস খেলেন ডি কক।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান জুবায়ের হামজা। এছাড়া ডুয়াইন প্রিটোরিয়াস ৩৩, অধিনায়ক ফাফ ডু প্লেসি ২৯ এবং ভারনন ফিল্যান্ডার ২৮ রান করেন।
দক্ষিণ আফ্রিকার শিবিরে ধ্বস নামানোর মূলে ছিলেন দুই পেসার স্যাম কারান এবং স্টুয়ার্ট ব্রড। বাঁহাতি পেসার কারান মাত্র ৫৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। আর ডানহাতি ব্রড নেন ৫২ রানে ৩ উইকেট। আর একটি করে উইকেট পান জেমস অ্যান্ডারসন এবং জফরা আর্চার।
সংক্ষিপ্ত স্কোরঃ (প্রথম দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ ২৭৭/৯ (৮২.৪ ওভার) (ডি কক ৯৫, হামজা ৩৯; কারান ৪/৫৭, ব্রড ৩/৫২)