promotional_ad

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পথে হাঁটার পরিকল্পনায় বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান কিংবা ভারতের মতো দেশগুলোর পথে হাঁটতে চাইছে বাংলাদেশ। তিন ফরম্যাটে তিন দল তৈরি করে সাফল্য পেয়েছে এই দলগুলো। বাংলাদেশও পরিকল্পনা করছে ফরম্যাট অনুসারে দল বানানোর।


তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে সময় লাগবে, সেটা মনে করিয়ে দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ২০২২ সালের মধ্যে ফরম্যাটভিত্তিক দল বানাতে চায় বাংলাদেশ।


২০২০ সাল থেকে এই পরিকল্পনায় কাজ শুরু করতে আগ্রহী বিসিবি। এর আগে ফরম্যাট অনুসারে দল তৈরির কথা বলা হলেও খেলোয়াড় স্বল্পতার কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানান বিসিবি সভাপতি। তবে তিন ফরম্যাটের দল তৈরিতে যে সিনিয়রদের ওপর আস্থা রাখছেন নাজমুল হাসান, সেটা স্পষ্ট।


promotional_ad

নাজমুল হাসান বলেন, ‘আমি তিন বছর আগে থেকে বলছি যে, আলাদা দল হওয়া উচিত। এমনকি পাঁচ বছর আগে এসে বলেছি তিনটা আলাদা দল হওয়া উচিত। এটা তো চেষ্টা চলবেই, কিন্তু খেলোয়াড় তো পেতে হবে। এখন আস্তে আস্তে মনে হচ্ছে কিছু খেলোয়াড় আমরা পাচ্ছি। দুই বছর আগেও আমাদের এই অবস্থা ছিল না। কিন্তু আমরা এখন দল বানানোর কথা চিন্তা করতে পারি, যে আমাদের আলাদা দল করা যাবে।' 


‘আমাদের কিছু খেলোয়াড় আছে এবং আমরা আত্মবিশ্বাসী যে হবে। সমস্যাটা হচ্ছে বাদ দেবেন কাকে, এটাও মাথায় রাখতে হবে। হুট করে বাদ দিয়ে দিলে তো হবে না। যারা ফর্মে আছে, সিনিয়র খেলোয়াড় ওদের তো বাদ দেয়া যায় না। এই দিক দিয়েও চিন্তা করতে হবে। এসব দিক দিয়ে চিন্তা করলে সামনের বছরের মধ্যে আমরা বুঝে ফেলতে পারবো কে কোন ফরম্যাটে খেলতে পারবে এবং খেলোয়াড়দের আলাদা করার মতো সুযোগ পাবো কিনা।’ 


ঘরের মাঠ ও বিদেশের মাঠে বাংলাদেশের পারফরম্যান্সের পার্থক্য আকাশ-পাতাল। সম্প্রতি ভারত সফরের পারফরম্যান্সই এর বড় উদাহরণ। ২০২০ সালে বাংলাদেশের বেশিরভাগ সিরিজই বিদেশের মাটিতে। 


যে কারণে সামনের বছরকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। তবে বয়সভিত্তিক দল নিয়ে আশাবাদী তিনি। আসন্ন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন নাজমুল হাসানের।


তিনি বলেন, ‘২০২০ তো আমি আগেই বলেছি, অসম্ভব কঠিন। সবচেয়ে কঠিন। গত চার পাঁচ বছরে যা সফলতা এসেছে সেটা যদি আপনারা দেখেন এর বেশিরভাগই কিন্তু দেশে। এখন তো বেশিরভাগ খেলাই হচ্ছে বাইরে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। যেখানে আমাদের পারফরম্যান্স সবচেয়ে খারাপ হয়, বাইরে গেলে। আমি একটা জিনিস নিয়ে বড় আশাবাদী যে, এই জায়গাটা বদলাবে এবং বদলাচ্ছে। এটা হচ্ছে আমাদের অনূর্ধ্ব-১৯ দল যারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এর আগে আমরা যতগুলো দল পাঠিয়েছি, প্রস্তুতির বিচারে এর চেয়ে ভালো দল আগে পাঠাতে পারিনি আমরা।’ 


‘ওদের বিদেশে অনেক অভিজ্ঞতা আছে। ওরা ইংল্যান্ডে তাদের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে, নিউজিল্যান্ডে ৪-১ ব্যবধানে জিতেছে। ওইসব কন্ডিশনে ওরা খেলেছে। এই দিক দিয়ে যদি আমরা বলি ওরা ভালো করছে। আপনারা দেখেন আগে শুধু জাতীয় দল পাঠানো হতো বাইরের খেলায় বা এসব খেলায় সুযোগ দেয়া হতো। এখন আমরা ইমার্জিং, অনূর্ধ্ব-১৯ বা ‘এ’ দল পাঠাচ্ছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball