স্মিথ-ল্যাবুশেনের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
মেলবোর্নে স্টিভ স্মিথ ও মারনাস ল্যাবুশেনের হাফ সেঞ্চুরিতে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছে চার উইকেটে ২৫৭ রান। ল্যাবুশেন ফিরে গেলেও ৭৭ রানে ব্যাটিং করছেন স্মিথ।
এ দিন টস জিতে নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর ফিল্ডিং বেছে নেয়ার সিদ্ধান্তকে শুরুতে সঠিক প্রমাণ করেন ট্রেন্ট বোল্ট। কিউই এই পেসার দুর্দান্ত এক ডেলিভারিতে ওপেনার জো বার্ন্সকে (০) বোল্ড করে ফেরান।

তারপর আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন ল্যাবুশেন। তিনটি চারে ৬৪ বলে ৪১ রান করে নেইল ওয়াগনারের বলে ফিরে যান ওয়ার্নার। বাঁহাতি এই ওপেনার ফিরে যাওয়ার পর স্মিথ-ল্যাবুশেন মিলে তোলেন ৮৩ রান।
এই জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। ছয়টি চার ও একটি ছক্কায় ১৪৯ বলে ৬৩ রান করা ল্যাবুশেনকে ফেরান তিনি। এরপর ম্যাথু ওয়েডের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন স্মিথ।
এই জুটিও ভাঙেন গ্র্যান্ডহোম। ৩৮ রানে ফিরে যান ওয়েড। দিন শেষে ১৯২ বল খেলা স্মিথের সঙ্গী ট্রাভিস হেড (২৫*)।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ২৫৭/৪ (৯০ ওভার)
(স্মিথ ৭৭*, ল্যাবুশেন ৬৩, ওয়ার্নার ৪১; গ্র্যান্ডহোম ২/৪৮)