বছরের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি নির্বিষ মুস্তাফিজ!

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ সাল খারাপ কেটেছে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। বছর জুড়ে তাঁর বোলিং নিয়ে আলোচনা-সমালোচনার কমতি ছিল না। তবুও এ বছরের ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। সেরা দশে একমাত্র বাংলাদেশি হিসেবে শুধুমাত্র আছেন মুস্তাফিজ।
চলতি বছর ১৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। যেখানে ২৮.১৪ গড়ে বাঁহাতি এই পেসারের শিকার ৩৪ উইকেট। দুইবার পাঁচ উইকেট করে নিয়েছেন তিনি, দুইবারই ইংল্যান্ড বিশ্বকাপে। সেই টুর্নামেন্টে আট ম্যাচ খেলে ২০ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মুস্তাফিজ।

অবশ্য বেশ রান খরচ করেছেন বাংলাদেশের এই পেসার। ২০১৯ সালের সেরা ১০ ওয়ানডে বোলারের মধ্যে একমাত্র মুস্তাফিজের ইকোনমি ছয়ের উপরে।
সর্বোচ্চ উইকেটশিকারির এই তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ভারত এবং নিউজিল্যান্ডের দুইজন করে বোলার। ২১ ম্যাচে ২২.৬৪ গড়ে ৪২ উইকেট নিয়ে বছরের সেরা বোলার ভারতের মোহাম্মদ সামি। যেখানে একবার পাঁচটি এবং দুইবার চারটি করে উইকেট পেয়েছেন ডানহাতি এই পেসার।
দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং লকি ফার্গুসন। বাঁহাতি পেসার বোল্ট এ বছর ২০ ওয়ানডে খেলে ২৩.৯৭ গড়ে ৩৮ উইকেট নামের পাশে যোগ করেছেন।
কিউই ডানহাতি পেসার ফার্গুসন খেলেছেন ১৭ ওয়ানডে। যেখানে তাঁর উইকেট সংখ্যা ৩৫ এবং বোলিং গড় ২৩.৭১। পঞ্চম স্থানে আছেন ভারতের ভুবনেশ্বর কুমার। ১৯ ম্যাচ খেলা বাঁহাতি এই পেসার ২৩.৭৫ গড়ে নিয়েছেন ৩৩ উইকেট।