promotional_ad

এশিয়া একাদশে থাকছেন না কোনো পাকিস্তানি ক্রিকেটার

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘরের মাটিতে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বোর্ড)। এই দুইটি ম্যাচে থাকছেন না পাকিস্তানের কোনো ক্রিকেটার। মিডিয়াকে এই তথ্য নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) যুগ্ন সম্পাদক জায়েশ জর্জ।


ভারতের মিডিয়াকে তিনি বলেন, 'এশিয়ার একাদশে কোনও পাকিস্তানি ক্রিকেটার খেলবেন না। এটাই হচ্ছে কথা। সুতরাং পাকিস্তানি ক্রিকেটারদের ভারত কীভাবে মোকাবেলা করবে- এমন প্রশ্নই এখানে আসে না।'


এই দুটি ম্যাচে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিসহ সাত ভারতীয় ক্রিকেটারকে খেলানোর জন্য বিসিসিআই এর কাছে আবেদন করেছে বিসিবি।



promotional_ad

ধোনি, কোহলি ছাড়া বাকি পাঁচ ক্রিকেটার হচ্ছেন রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং রবীন্দ্র জাদেজা। এদের মধ্যে অন্তত পাঁচজন ক্রিকেটারকে খেলার জন্য অনুমতি দেবে বিসিসিআই।


জায়েশ জর্জ আরও বলেন, 'এশিয়া একাদশে কোন পাঁচজন ভারতীয় ক্রিকেটার খেলবেন এটার সিদ্ধান্ত সৌরভ গাঙ্গুলি (বিসিসিআই সভাপতি) নেবেন।'


২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি ম্যাচ আয়োজন নিয়ে বেশ কয়েকমাস আগে  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


এতে সায় দেয় আইসিসি। আগামী বছরের ১৮ ও ২১ মার্চে অনুষ্ঠেয় এই ম্যাচ দুটিকে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতিও দেয় আইসিসি।



এদিকে বিসিসিআই রাজি থাকলে এই ম্যাচের মাধ্যমেই ক্রিকেটে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের এই সাবেক অধিনায়ক ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball