বৃহস্পতিবার আসছেন ওয়াটসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় আসছেন শেন ওয়াটসন। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশ পা রাখার কথা রয়েছে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের।
বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে রংপুর রেঞ্জার্সের একটি সূত্র। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। এখন পর্যন্ত ৫ টি ম্যাচ খেলে চারটিতেই হেরেছে ওয়াটসনের দল রংপুর।

সর্বশেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয় পেয়েছে রংপুর। শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। এই ম্যাচেই খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটসম্যানের।
ওয়াটসন সবশেষ খেলেছেন দুবাইতে অনুষ্ঠেয় টি-টেন লিগে ডেকান গ্ল্যাডিয়েটরসের হয়ে। এরপর বিরতিতেই ছিলেন তিনি। এবার বঙ্গবন্ধু বিপিএল দিয়ে আবারও মাঠে নামতে চলেছেন ওয়াটসন।
ওয়াটসন ছাড়াও বিদেশি কোটায় রংপুর দলে ভিড়িয়েছিল ইংল্যান্ডের ড্যান লরেন্স, টম অ্যাবেল, লুইস গ্রেগরি আর লুক রাইটকে। এছাড়া, দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট এবং পাকিস্তানের খুররম মঞ্জুরকে দলে ভিড়িয়েছে রংপুর। মঞ্জুর এখনও তিনি দলের সঙ্গে যোগ দেননি।