ওয়াটসনের অপেক্ষায় রংপুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন শেন ওয়াটসন। বৃহস্পতিবার তাঁর বাংলাদেশে পা রাখার করথা রয়েছে। ওয়াটসন আসলে রংপুরের শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।
ওয়াটসন সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেই পরিচিত মুখ। তাঁকে নিয়ে বঙ্গবন্ধু বিপিএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে রংপুরের। বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শাহজাদ জানিয়েছেন তাঁরা ওয়াটসনের অপেক্ষায় আছেন।

ওয়াটসনের প্রসঙ্গে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, 'শেন ওয়াটসন টি-টোয়েন্টি ক্রিকেটের বড় প্লেয়ার। যে আমাদের সাথে যোগ দিলে তা দলের জন্য ভালো হবে। লুকিং ফরওয়ার্ড টু ক্যাচ আপ।'
বঙ্গবন্ধু বিপিএলে ইতোমধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেলেছে রংপুর রেঞ্জার্স। তারমধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছে দলটি। দেশি-বিদেশি এক ঝাঁক তারকা ক্রিকেটার নিয়ের সুবিধা করতে পারছে না দলটি।
একের পর এক ম্যাচ হেরে খাঁদের কিনারায় পৌঁছে গেছে দলটি। বাকি ম্যাচগুলোতে তাদের জয়ের বিকল্প কিছু নেই। টানা ব্যর্থতায় অধিনায়ক মোহাম্মদ নবিকে সরিয়ে অধিনায়কত্ব দেয়া হয়েছে ইংলিশ ক্রিকেটার টম অ্যাবেলকে।