promotional_ad

হারেও মঙ্গল খুঁজে পেয়েছে খুলনা

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) শুরুটা দুর্দান্ত ছিল খুলনা টাইগার্সের। টানা তিন ম্যাচ জিতেছিল দলটি। চট্টগ্রাম পর্বে শেষ দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে গেছে তারা। টুর্নামেন্টে কিছুটা পিছিয়ে পড়লেও এই হারে ইতিবাচক দিক খুঁজে পেয়েছে খুলনা, দলটির বোলিং কোচ তালহা জুবায়ের জানিয়েছেন এমনটা।


টুর্নামেন্টের শুরুর দিকে হারাতে দলের দুর্বলতা দ্রুত ধরতে পেরেছে খুলনা। যার ফলে আগে আগেই নিজেদের দুর্বলতার জায়গা নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে মুশফিকুর রহিমের দল। যা তাদেরকে সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে বিশ্বাস করেছেন তালহা জুবায়ের।


promotional_ad

বুধবার (২৫ ডিসেম্বর) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে খুলনা টাইগার্স। এদিন দলটির বোলিং কোচ বলেন, 'একটা মোমেন্টামের ব্যাপার থাকে। আমরা চেষ্টা করছি কীভাবে কত দ্রুত মোমেন্টাম ফিরিয়ে আনা যায়। এটাও ঠিক যে আপনি সব ম্যাচ জিতবেন না। আপনাকে হারতে হবে। হারা একদিকে ভালো। টুর্নামেন্টের প্রথম দিকে যদি আপনি হেরে যান তাহলে আপনি খুঁজে বের করতে পারবেন দলের দুর্বলতা।'


'তখন নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করা যায়। কিন্তু শেষের দিকে হলে সেখান থেকে উৎরানো যায় না। একদিকে ভালো আমরা প্রথমে তিনটি ম্যাচ জিতে গেছি। চট্টগ্রামে শেষ দুটি ম্যাচ হেরেছি। এখন আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব পারফর্ম করা এবং পরবর্তী ম্যাচগুলো ভালোভাবে জেতা।'


ইতোমধ্যে দলের ঘাটতির জায়গা খুঁজে পেয়েছে খুলনা। পাওয়ার প্লের ৬ ওভার কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় শেষ দুই ম্যাচ হেরেছে তারা, মনে করছেন তালহা জুবায়ের। বর্তমানে সেদিকেই নজর দিচ্ছে খুলনা, জানিয়েছেন তিনি।


বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার বলেন, 'টি-টোয়েন্টি ২০ ওভারের খেলা। প্রথম ৬ ওভার যদি আপনি বোলিং কিংবা ব্যাটিংয়ে ঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আমাদের শেষ ম্যাচে যেটা হয়েছে প্রথম ৬ ওভারে আমরা ৪ উইকেট হারিয়ে ফেলেছি। প্রথম ৬ ওভারের ওপর নির্ভর করে আপনি বাকি ১৪ ওভার কীভাবে ব্যবহার করবেন। আমাদের লক্ষ্য সেদিকেই।'


এখনও ৭ ম্যাচ বাকি আছে খুলনার। শেষ চারে জায়গা করে নিতে হলে কমপক্ষে ৭টি ম্যাচ জিততে হবে যেকোনো দলকে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball