রাজত্ব বিদেশি ব্যাটসম্যানদের

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) রাজত্ব করছেন বিদেশি ব্যাটসম্যানরা। ঢাকা এবং চট্টগ্রাম পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষ পাঁচের চারজনই বিদেশি ক্রিকেটার।
দেশীয়দের মধ্যে একমাত্র ব্যাটসম্যান ইমরুল কায়েস, যিনি জায়গা করে নিয়েছেন সেরা পাঁচে। তবে সবার শেষে অবস্থান তাঁর। ৭ ম্যাচ খেলে ১৪১.৫৬ স্ট্রাইক রেটে ২৩৫ রান করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টপ অর্ডার এই ব্যাটসম্যান। যেখানে দুটি হাফ সেঞ্চুরি আছে তাঁর।

রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের ডেভিড মালান। ৬ ম্যাচ খেলা ইংল্যান্ডের এই ব্যাটসম্যান ১৫৬.২৫ স্ট্রাইক রেটে ৩০০ রান করেছেন। একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনা টাইগার্সের রাইলি রুশো। ৫ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ২৫৯ রান করেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই ব্যাটসম্যান। যেখানে তাঁর স্ট্রাইক রেট ১৬১.৮৭।
চট্টগ্রামের কেসরিক ওয়ালটন রয়েছেন তৃতীয় স্থানে। ৭ ম্যাচ খেলে ১৫৬. ৮৬ স্ট্রাইক রেটে ২৪০ রান করেছেন তিনি। দুটি হাফ সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি এই ব্যাটসম্যান।
চতুর্থ স্থানটি সিলেট থান্ডারের জনসন চার্লসের। বিপিএলে ১৭৭.৪৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৬ ম্যাচ খেলা ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান দুই হাফ সেঞ্চুরিতে ২৩৬ রান করেছেন।