নতুন মাইলফলকে তামিম
ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট থান্ডারের বিপক্ষে গত ম্যাচে ২ ছক্কা এবং ৫ চারের সাহায্যে ৪৯ বলে ৬০ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। এই ইনিংস খেলার মধ্য দিয়ে ঢাকা প্লাটুনের এই ওপেনার নতুন এক মাইলফলক স্পর্শ করেন।
বিপিএল ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই হাজারি রানের ক্লাবে পা রেখেছেন তামিম। বর্তমানে ৬৩ ম্যাচে ৩৬.৮৯ গড়ে তামিমের সংগ্রহ ২ হাজার ২৯ রান। বিপিএলে একটি সেঞ্চুরিসহ ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।

তামিমের পর বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেয়া মুশফিক ৭৬ ম্যাচে ৩৩.৯৮ গড়ে এক হাজার ৯৩৭ রান সংগ্রহ করেছেন। যেখানে ১২টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।
এরপর তালিকার তিন, চার এবং পাঁচ নম্বরে আছেন যথাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও সাকিব আল হাসান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ ৭৮ ম্যাচে ২৫.৬৮ গড়ে এক হাজার ৬৯৫ রান সংগ্রহ করেন। তাঁর রয়েছে ৯টি হাফ সেঞ্চুরি।
এবারের টুর্নামেন্টে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা ইমরুল ৭৫ ম্যাচে ২৩.৩৮ গড়ে এক হাজার ৫৬৭ রান করেছেন। বিপিএলে ৬টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়া সাকিবের সংগ্রহ ৭৬ ম্যাচে ২৫.১৩ গড়ে এক হাজার ৪৮৩ রান। যেখানে ৫টি হাফ সেঞ্চুরি করেন তিনি।